এখনই অবসর নিচ্ছেন না মিসবাহ
গত মাসেই মিসবাহ-উল-হক জানিয়েছিল অবসরের কথা ভাবছেন তিনি। ইঙ্গিত দিয়েছিলেন চলমান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের পরই ব্যাট-গ্লাভস তুলে রাখার। এরই প্রেক্ষিতে কাল পিসিবি সভাপতি শাহরিয়ার খান পাকিস্তানের টেস্ট অধিনায়ককে অনুরোধ করেছিলেন ২০১৮ পর্যন্ত খেলা চালিয়ে যেতে। আজ অবশ্য মিসবাহ বললেন সম্পূর্ণ ভিন্ন কথা, “পাকিস্তানের হয়ে আমি ততদিন খেলব যতদিন দল আমাকে চাইবে। আমার ফিটনেস নিয়েই কোন সমস্যা নেই। আমি যথেষ্ঠ ফিট।”
এর আগে মিসবাহর অবসরের গুঞ্জনের ব্যাপারে শাহরিয়ার খান বলেছিলেন, “যদিও মিসবাহ নিজে ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন। পিসিবি চায় সে ২০১৮ পর্যন্ত খেলুক।”
স্লো ওভাররেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি মিসবাহ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে পাকিস্তান। যার প্রথম ম্যাচটি শুরু হবে ১৫ ডিসেম্বর।