• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "অলৌকিক কিছু না হলে আমাদের সম্ভাবনা নেই"

    "অলৌকিক কিছু না হলে আমাদের সম্ভাবনা নেই"    


    কাগজে কলমে সম্ভাবনা এখনো টিকে আছে। তবে বরিশাল বুলসে প্লে অফে যাওয়ার জন্য নির্ভর করতে হবে অনেক যদি-কিন্তুর ওপর। রাজশাহী কিংসকে ১৭ রানে হারানোর পরও অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে বরিশাল বুলসকে। মুশফিকুর রহিম তাই আক্ষেপ নিয়েই বললেন, ভাগ্যটা নিজেদের হাতে রাখতে পারলেই ভালো হতো। 


    শুরুটা ভালো করার পরও হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছিল বরিশাল। টানা চার হারে একরকম শেষ হয়ে প্লে অফের আশা। এখন রংপুরের সঙ্গে নিজেদের শেষ ম্যাচ অনেক বড় ব্যবধানে জিতলেই শুধু হবে না, প্রার্থনা করতে হবে রাজশাহী যেন চট্টগ্রামকে হারাতে না পারে। আবার খুলনা টাইটানসকে কুমিল্লা হারালে সমীকরণটা হয়ে যাবে আরও ঘোরালো। মুশফিক তাই মেনে নিলেন, বিপিএল থেকে বিদায়টা একরকম হয়েই গেছে তাঁর দলের, "সত্যি কথা বললে, অনেক বেশি কঠিন হবে। টসের সময় বলেছি, কাউকে হারিয়ে টপ ফোর থেকে বের করে দেওয়া বা অন্যদের হারের জন্য অপেক্ষায় থাকার চেয়ে নিজেদের হাতে থাকলেই ভালো। আমরা দুইটা ম্যাচ জিততে পারলেই সবচেয়ে ভাল। শেষ ম্যাচে এমন পরস্থিতি যদি আসে ১-১৬ ওভারের মধ্যে জিতলে সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব। অলৌকিক কিছু না হলে আসলে আমাদের সম্ভাবনা নেই।" 


    কিন্তু অমন একটা শুরুর পর বরিশাল কেন খেই হারিয়ে ফেলল? আগের ম্যাচেই মুশফিক বলেছিলেন, এই দল নিয়ে তিনটা ম্যাচ জেতাই তাঁর কাছে অলৌকিক ব্যাপার। বরিশাল অধিনায়কের ক্ষোভের আঁচটা তখন বোঝাই যাচ্ছিল। তবে কাল সেই সুরটা অনেক নরম করেছেন। দাবি করেছেন, শুরু থেকেই তাঁদের ওপর চাপ ছিল, " আমাদের দল কিন্তু অন্য দলের মতো এতো শক্ত না। প্রথম থেকেই সেদিক দিয়ে আমরা চাপে।  তারপরও সবাই আশা করেছিল আমরা শেষ চারে যাব। সেই লক্ষ্যটা আমাদের ছিলই।"