শ্যাপোকোইন্সকে শ্রদ্ধা জানিয়ে শাস্তি পেলেন কাভানি
শ্যাপোকোইন্স-ট্র্যাজেডিতে এখন শোকের চাদরে ফুটবলবিশ্ব। কদিন আগেই মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের এই ফুটবল ক্লাবের ১৯জন নিহত হয়েছেন। ফুটবলবিশ্বে সবাই শ্রদ্ধা জানাচ্ছে প্রয়াত ফুটবলারদের। নীরবতা পালন করে বা ব্যানার নিয়ে চলছে শ্রদ্ধা জ্ঞাপন। তবে একটু অন্যরকম করে সেটি জানাতে গিয়েছিলেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি। কিন্তু সেটার জন্য তাঁকে শাস্তিও পেতে হয়েছে।
রোব বার অ্যাঙ্গারসের সঙ্গে ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি। ৬৬ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটা করেছিলেন কাভানি। এর পরেই নিজের জার্সিটা খুলে ফেলেন। সেটা ফুটবলে তো আগেও হয়েছে। তবে এবার কাভানির নিচে ছিল আরেকটি জার্সি। তাতে শ্যাপোকোইন্স শ্রদ্ধা জানিয়ে লেখা আছে কয়েকটি শব্দ।
কাভানির জন্য গোলটা আরেকভাবেও স্পেশাল ছিল। এটা যে উরুগুইয়ান স্ট্রাইকারের পিএসজির হয়ে শততম। কিন্তু শ্যাপোকোইন্সকে শ্রদ্ধা জানিয়েও শাস্তি এড়াতে পারেননি। রেফারি তাঁকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিয়েছেন। পরে কাভানিও স্বীকার করেছেন, নিয়ম অনুযায়ী রেফারির আসলে কার্ড দেওয়া ছাড়া উপায় ছিল না। রেফারিও তখন তাঁকে সেটাই বলেছিলেন। যদিও ওই ম্যাচের রেডিওর এক ধারাভাষ্যকার স্পষ্ট করেই বলেছেন, এমন কাজের জন্য হলুদ কার্ড দেওয়ার চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। এমন একটা ট্র্যাজেডিতে এসব নিয়ম মূল্যহীন বলেও মনে করেন তিনি।