আমিরের ওই "রহস্যময়" কপি উঠছে নিলামে
খুব সম্ভবত ক্রিকেটের আর কোনো বই নিয়ে এতো ধোঁয়াশা হয়নি কখনো। প্রতি বছর সেরা পাঁচ ক্রিকেটারকে বাছাই করে ক্রিকেটের বাইবেল উইজডেন। চামড়ায় বাঁধাই করা বিশেষ পাঁচটি সংখ্যা উপহার দেওয়া হয় ওই পাঁচজনকে। কিন্তু ২০১১ সালে চারজন ক্রিকেটারকে বেছে নিয়েছিলেন উইজডেন সম্পাদক শিল্ড বেরি। পাঁচ নম্বর ক্রিকেটার কে ছিলেন সেটা কখনোই জানা যায়নি । ওই অজ্ঞাত ক্রিকেটারকে বইটাও আর উপহার দেওয়া হয়নি।
অপ্রকাশিত সেই সংখ্যা কোন ক্রিকেটারকে নিয়ে সেটি উইজডেন প্রকাশ্যে না জানালেও নামটা মোটামুটি অনুমেয়ই। ধুমকেতু হয়ে আসা মোহাম্মদ আমির আলো ছড়িয়েছেন তার আগের বছর। বেরি তাই সেরা পাঁচের একজন হিসেবে তাঁকেই বেছে নিয়েছিলেন। কিন্তু ওই বছরেই লর্ডসে ইচ্ছা করে নো বল করার জন্য অভিযুক্ত হন আমির। পরে স্পট ফিক্সিংয়ের জন্য পেতে হয় নিষেধাজ্ঞা। পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকার পর গত বছর আবার ফিরেছেন মাঠে। কিন্তু উইজডেন আমিরকে নিয়ে করা বইটা আর প্রকাশ করেনি।
অভিযুক্ত সেই লোক যে আমির সেটাও বেরি তখন একরকম বলেই দিয়েছিলেন, “এই বছর আমি উইজডেন বর্ষসেরা ক্রিকেটার হিসেবে চার জনকে বেছে নিয়েছি। শুরুতে প্রথা মেনে আমার তালিকায় পাঁচজনই ছিল। কিন্তু তাদের একজনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এসেছে। প্রথাটা ভাঙে হওয়ায় আমি খুবই দুঃখিত, কিন্তু সেটা এ বছর না করে উপায় নেই।”
চামড়ায় বাঁধা সেই বইটা অবশ্য আরেকটা নতুন রেকর্ডও গড়তে যাচ্ছে। সেই ১৮৯০ সালের পর থেকে প্রতি বছরেই যে পাঁচজন ক্রিকেটারকে উইজডেন নির্বাচিত করে, তাঁদেরকেই ওই চামড়ায় বাঁধা কপিটা উপহার দেওয়া হয়। কিন্তু আমিরের ক্ষেত্রে সেটি তোলা হচ্ছে নিলামে। এখন সেটার দাম কত উঠবে সেটাই দেখার বিষয়। ক্রিকেটপ্রেমী ধনকুবেররা নিশ্চয় সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না!