'শুরু থেকেই মেরে খেলার পরিকল্পনা ছিল'
শেষ হইয়াও হইলো না শেষ- এবারের বিপিএলে এই যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আখ্যান। হারের পর হারে জর্জরিত দলটি হঠাৎ করেই যেন পেয়ে গেছে সঞ্জীবনী সুধা। টানা তিন জয় নিয়ে খাদের কার্নিশ থেকে ঘুরে দাঁড়িয়েছে। অবশ্য বেশ খানিকটা দেরি হয়ে গেছে। গাণিতিক হিসেবে এখনো পরের পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে নির্ভর করতে হবে অন্যান্য দলগুলোর জয়-পরাজয়ের ওপর। সঙ্গে আছে রান রেটের জটিল সমীকরণ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানেন ব্যাপারটা। সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন কী ছিল আজকের পরিকল্পনা, “টিম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে শুরু থেকেই ইমরুল-শেহজাদ মেরে খেলবে। কিন্তু শেহজাদ শুরুতে আউট হয়ে যাওয়ায় চাপ চলে আসে। সেজন্য পরের ব্যাটসম্যানরা আর শটস খেলতে পারেনি।”
পরের পর্বে ওঠার জটিল সমীকরণে অনেকটাই অবদান রাখার সুযোগ ছিল আজকের ম্যাচে। এ প্রসঙ্গে কুমিল্লা অধিনায়ক বলেছেন, “এই হিসাব করা কঠিন। আজ চেষ্টা ছিল ১৫/১৬ ওভারে ম্যাচটা জেতার। নিজেদের যে ‘যদি’টা আছে তা যদি কাজে লাগানো যায়। শেষ ম্যাচে কোনো সুযোগ আসে। আমার মনে হয় প্রথম ছয় ওভার আমরা কাজে লাগাতে পারিনি।”