"মনে হচ্ছিল এটা যেন ফাইনাল"
একদিকে ক্রিস গেইল। অন্যদিকে ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল। এভিন লুইস অবশ্য নামেননি আজকে। তারপরও ম্যাচটা তো ক্যারিবিয়ান ডার্বিই। আর ছুটির দিনে ঢাকা-চট্টগ্রামের সেই ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়াম আক্ষরিক অর্থেই দর্শকঠাসা। বসেই তুলনায় লড়াইটা অনেকটাই নিস্তরঙ্গ হয়েছে বটে, কিন্তু দর্শকদের সেই অফুরান উৎসাহ মুগ্ধ করেছে ডোয়াইন ব্রাভোকে।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবারের বিপিএলে বরাবরই ছিলেন ধারাবাহিক। আজ ৩ উইকেট নিয়ে উঠে এসেছেন সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তিনে। বিপিএলেও আগে দর্শক হয়েছে, কিন্তু আজকের ঢল বোধ হয় ছাড়িয়ে গেছে সবকিছুকেই। সেটাও বেশি আপ্লুত করেছে ব্রাভোকে, "দুই দলই তো খুব ভালো ছিল। মনে হচ্ছিল একটা আইপিএল ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই বা নাইট রাইডার্সের ম্যাচে এমন দেখা যায়। পরিবেশটা ছিল দারুণ। মনে হচ্ছিল যেন ফাইনাল। যদিও এটা ছিল আর দশটা ম্যাচের মতোই।"
এমন একটা ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য আলাদা কোনো প্রেরণা কি ছিল? ব্রাভো সেটি একরকম মেনেই নিলেন, "যখন ভালো দলের সঙ্গে খেলা হয় তখন আপনার ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে যায়, এমন একটা আপনি আরও বেশি দায়িত্ব নিতে চাইবেন। কোনো ক্রিকেট ম্যাচ তো আর হারতে চাইবেন না। যখন আপনি এমন একটা তারাভরা দলে খেলবেন তখন আরও বেশি পারফর্ম করতে চাইবেন। তখন মানুষ আপনার প্রতিভা আরও বেশি মূল্যায়ন করবে। আর ঢাকা আসলেই দারুণ খেলেছে। সাকিবের অধিনায়কত্বও ভালো ছিল।"