গার্দিওলার হাসি কেড়ে নিলেন কন্তে
গার্দিওলা ও কন্তে। ইউরোপে নিজেদের জাত চিনিয়ে চলতি মৌসুমে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন দুজনই। দুই 'ট্যাকটিকাল মাস্টারমাইন্ড' এর প্রথম দেখায় জয়টা কন্তের চেলসিই। পিছিয়ে পড়েও সিটিকে ইতিহাদ স্টেডিয়ামেই ১-৩ গোলের হারিয়ে শীর্ষস্থানটা সুসংহত করেছেন হ্যাজার্ডরা।
বিতর্ক ঘেরা ম্যাচটির আট মিনিটেই আসে প্রথম পেনাল্টি আপিল। সিলভার ক্রস কাহিলের হাতে লাগলেও পেনাল্টির আপিল নাকচ করে দেন রেফারী। রেফারীর উদ্দেশ্যে সিটি ফ্যানদের জোরালো দুয়োতে ভারী হয়ে ওঠে ম্যানচেস্টারের বাতাস। ৩০ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত। অ্যাজপিলিকুয়েটার ব্যাকপাস ধরার জন্য ছুটতে থাকা আগুয়েরোকে ধাক্কা দিয়ে ফেলে দেন লুইজ। সবাইকে অবাক করে এবারও ফাউলের বাঁশি বাজাননি রেফারী। নিশ্চিত লাল কার্ড থেকে বেঁচে যান ঝাঁকড়া চুলের এই ব্রাজিলিয়ান।
এর মিনিট চারেক পরেই সিলভার অসাধারণ পাস নিয়ন্ত্রণে এনে আগুয়েরোকে বাড়ান সানে। প্রায় ফাঁকা পোস্ট পেয়েও আগুয়েরো শট নেন অ্যাজপিলিকুয়েটার সোজাসুজি। প্রথমার্ধের শেষ দিকে আবারো সিটির পেনাল্টি আপিলে সাড়া দিতে অপারগ ছিলেন রেফারী টেইলর। প্রথমার্ধের একেবারেই শেষে নাভাসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজ জালে ঠেলে দেন কাহিল। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারো আগুয়েরোর শট গোললাইন থেকে ক্লিয়ার করে চেলসি রক্ষণভাগ। মার্কোস আলোন্সোর ব্যাকপাস ধরে আগুয়েরোর নেওয়া শট লাইন থেকে ফিরিয়ে' দেন কাহিল।
৫৭ মিনিটে নাভাসের পাস থেকে গোলের মাত্র ৪ গজ দূরে দাঁড়িয়ে বল ক্রসবারে লাগান ডি ব্রুইন। সিটির মিসের মহড়ার সুযোগটা চমৎকারভাবে নেয় চেলসি। মিনিট তিনেক পরেই ফ্যাব্রেগাসের সুযোগসন্ধানী পাস দারুণভাবে নিয়ন্ত্রণে এনে চেলসিকে সমতায় ফেরান কস্তা। চলতি মৌসুমে যা তার ১১তম গোল। মৌসুমে মাত্র ১৪৫ মিনিট খেলেই ২টি অ্যাসিস্ট পেয়ে গেলেন ফ্যাব্রেগাস। এই গোলের সুবাদে ইংল্যান্ডে খেলা ২৩ দলের ২০টির বিপক্ষেই লক্ষ্যভেদ করলেন কস্তা। লিগে এই মৌসুমে চেলসির ৩০ গোলের ১৫টিতেই সরাসরি হাত আছে কস্তার (১১ গোল, ৪ অ্যাসিস্ট)।
লিড হারিয়েও মিসের মহড়া থেকে সরতে পারেননি আগুয়েরো। মিনিট দশেক পর লিডটাও নিয়ে নেয় চেলসি। কাউন্টারে কস্তার পাস থেকে ব্রাভোকে পরাস্ত করেন উইলিয়ান। গোলটি স্বদেশী ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়দেরকেই উৎসর্গ করেন এই ব্রাজিলীয়ান। ৯০ মিনিটে সিটির কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন হ্যাজার্ড। আবারো সেই কাউন্টারেই আলোন্সোর পাস থেকে চেলসির তৃতীয় গোলটি করেন এই বেলজিয়ান। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে লুইজকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন আগুয়েরো। বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ফারনান্দিনহোকেও মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারী।
২০০৯ সালের পর এবারই প্রথম হোমে এগিয়ে থেকেও হারতে হল সিটিকে। এই জয়ে ১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে চেলসি। সমান ৩০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। পয়েন্ট সমান হলেও এক ম্যাচ কম খেলেছে ক্লপের লিভারপুল। আগামীকাল বোর্নমাউথের মাঠে জিততে পারলে চেলসির সাথে ব্যবধানটা আবারো ১ পয়েন্টে নামিয়ে আনবে কৌতিনহো, ফিরমিনোরা।