ওয়েলিংটনে রেকর্ডের দিন
টিম সাউদি ও ব্রেন্ডন ম্যাককালামের তোপে ইংল্যান্ড তাদের ওয়ানডে ইতিহাসেরই সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে। সেই সঙ্গে রেকর্ডবুকেও নতুন করে লিখতে হয়েছে বেশ কিছু অংশ
- উইন্সটন ডেভিস, অ্যান্ডি বিকেল ও গ্ল্রেন ম্যাকগ্রার পর বিশ্বকাপে চতুর্থ ব্বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নিলেন টিম সাউদি। সব মিলে এটা (৭/৩৩) বিশ্বকাপে তৃতীয় সেরা বোলিং
- নিউজিল্যান্ডের পক্ষে বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই এটাই সেরা বোলিং । এর আগে সাত উইকেট নিতে পারেননি কোনো কিউই বোলার। আগের সেরার কীর্তিটা ছিল শেন বন্ডের (৬/২৩)
- ইংল্যান্ডের ১২৩ রান বিশ্বকাপের ইতিহাসে প্রথম ইনিংসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আগের স্কোরটা ছিল ৯৩ (১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে)
- ১৮ বলে হাফসেঞ্চুরি করে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম ফিফটির নিজের রেকর্ডটাই ভেঙেছেন ব্রেন্ডন ম্যাককালাম(আগের রেকর্ড ছিল ২০০৭ বিশ্বকাপে কানাডার বিপক্ষে ২০ বলে)
- সপ্তম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ৫০০ রান হলো ম্যাককালামের
- নিউজিল্যান্ডের ইতিহাসে এটা দ্রুততম ফিফটি, ওয়ানডেতে তৃতীয় দ্রুততম
- বলের হিসেবে ইংল্যান্ডের জন্য দ্বিতীয় বৃহত্তম বড় পরাজয় (আগেরটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে, ১২.২ ওভারেই হেরে গিয়েছিল ইংল্যান্ড )