সৌম্যকে নিয়ে খুব চিন্তিত নন মাশরাফি-জাভেদ ওমর
কী হয়েছে সৌম্য সরকারের? গত কয়েক মাসে সম্ভবত এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ভেসে বেড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটের বাতাসে। বিপিএল এসে সেই প্রশ্নটা উঠে গেল আরও জোরেশোরে। পুরো টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে একবারও ৩০ এর গন্ডি পেরুতে পারেননি। ১২ ম্যাচ খেলে ছয়বার আউট হয়ে গেছেন দুই অঙ্কে, সর্বোচ্চ স্কোর ২৬। শেষ ম্যাচে এসেও ৫ রানে আউট। নিউজিল্যাণ্ড সিরিজের দল এখনো ঘোষণা করা হয়নি, তবে ২২ জনের ক্যাম্পে আছেন। কিন্তু এমন খেললে সৌম্যর জায়গা নিয়ে প্রশ্ন উঠবেই। বাঁহাতি ওপেনার আসলে ঠিক কোন জায়গায় ভুগছেন, সেই প্রশ্ন করা হয়েছিল মাশরাফি বিন মুর্তজা ও জাভেদ ওমর বেলিমের কাছে।
কুমিল্লা অধিনায়ক মাশরাফি অবশ্য ব্যাপারটা খুব বড় মনে করছেন না। বরং মাশরাফি বলছেন, বিপিএলের চেয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাট করা সহজই হবে। সৌম্যকে নিয়ে তাঁর পর্যবেক্ষণ, “হয়তো বা বড় রান করতে পারেনি, কিন্তু ছোট ছোট রান করছিল। আজকেও শুরু ভালো করেছিল। কিন্তু আউট হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে, বল ভালো জাজ করছিল। এখন বাংলাদেশে রান করা আরও কঠিন। নিউজিল্যাণ্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা বললেই বুঝি সিমিং কন্ডিশন। কিন্তু ওখানে আরও ট্রু উইকেট থাকবে। ৩০০-৩৫০ রান হয়। সেখানে শট খেলতে আরও বেশি সুবিধা হবে। আমার মনে হয়, ব্যাটসম্যানদের জন্য এখান থেকে ওখানে সহজ হবে রান করা। যদি মানসিকভাবে ঠিক থাকে।”
তবে মাশরাফির চাইতে সৌম্যকে আরও কাছ থেকে দেখেছেন রংপুরের কোচ জাভেদ ওমর বেলিম। আগেও একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, সৌম্যর নিজেকে ফিরে পাওয়া সময়ের ব্যাপার। তবে এভার জাভেদ ওমরের মনে হচ্ছে, সৌম্য একটু বেশিই তাড়াহুড়া করে ফেলছেন, “ একটা সমস্যা হচ্ছে, এই ফরম্যাটে ও যেভাবে ব্যাটিং করছে, ২৩ বা ২৬ রানে আউট হয়ে যাচ্ছে। আসলে ওর ব্যাটিংটা এত মসৃণ, মনে হচ্ছিল এই বুঝি হবে হবে। আরেকটা সমস্যা, এই ফরম্যাটে ঝালাই করার সুযোগ কম আসে। এটা এমন ফরম্যাট এখানে নেগেটিভ বা পজিটিভ চিন্তা করার সুযোগ কম। ও ফিরে আসার চেষ্টা করছে। আমি আশা করি, মানসিকভাবে ঠিক থাকলে ও আশা করি ফিরে আসবে।
কিন্তু প্রশ্ন উঠে গেছে, রংপুরে কি সৌম্যকে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছিল? জাভেদ ওমর অবশ্য সেটি মানলেন না, “ও যেভাবে ২৩ বা ২৬ করেছে, ও ডমিনেট করে খেলেছে। ও আসলে খুব দ্রুত রান করার চেষ্টা করেছিল। দাপটের সঙ্গে খেলতে চাইছিল। কিন্তু ওই যে, ও আসলে বেশি তাড়াহুড়া করতে চাইছিল। এ জায়গায় ওর একটু ঘাটতি আছে হয়তো।