শেষ ১৮ মিনিটের তিন গোলে লিভারপুলের হার
৭৫ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে লিভারপুল। বোর্নমাউথের সঙ্গে জয়টা তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। কিন্তু শেষ ১৮ মিনিটে তিন গোল দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বোর্নমাউথ। ইস্তাম্বুল–অ্যানফিল্ডকে মনে করিয়ে দেওয়া আরেকটি প্রত্যাবর্তন কাহিনিও লিখল।
২০ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে গিয়েছিল কুতিনহোবিহীন লিভারপুল। দুই মিনিট পর আবার এগিয়ে যায় ডিভক অরিগির গোলে। বল ক্লিয়ার করতে গিয়ে অনেকটা বাইরে এসেছিলেন বোর্নমাউথ গোলরক্ষক আর্থার বরুচ। আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ডিভক অরিগি দুরুহ কোণ থেকে বল জড়িয়ে দিয়েছেন জালে। প্রথমার্ধে আর কেউ গোল করতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল করে বোর্নমাউথকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন ক্যালাম উইলসন। কিন্তু ৬৪ মিনিটে এমরে শানের গোলে আবারও দুই গোলের লিড নেয় লিভারপুল। ৭৬ মিনিটে যখন রায়ান ফ্রেসার গোল করে ব্যবধান কমান, মনে হচ্ছিল সেটা শুধু সান্ত্বনারই হয়ে থাকবে।
কিন্তু নাটকের তখন শুরু। বদলি নেমে ফ্রেসার করিয়েছেন প্রথম গোল, পরে নিজেই করেছেন। ৭৯ মিনিটে আরও একবার তাঁর পাস থেকে স্টিভ কুকের গোলে সমতা ফেরায় বোর্নমাউথ। অতিরিক্ত সময়ে আকে গোল করে আবার উৎসবের উপলক্ষ এনে দেন বোর্নমাউথকে। ২০০০ সালের পর এই প্রথম কোনো লিগ ম্যাচে ৪-৩ গোলে হারল লিভারপুল।