• " />

     

    আবারো মাঠে নামবেন শ্যাপোকোইন্সের ফুটবলার!

    আবারো মাঠে নামবেন শ্যাপোকোইন্সের ফুটবলার!    

    সতীর্থদের প্রায় সবাই ওপারে চলে গিয়েছেন। সৌভাগ্যক্রমে যেই দুইজন বেঁচে আছেন তাঁদের অবস্থাও খুব একটা ভালো নয়, নিজেও গুরুতর আহত হয়েছেন। হেলিও হারমিতো জাম্পিয়ের নেতোর এখন বেঁচে থাকাটাই পরম সৌভাগ্য। কিন্তু সতীর্থ-হারানোর এই শোকেও ছোট্ট একটা সুসংবাদ পেলেন, ডাক্তাররা জানিয়েছেন তিনি নাকি আবারো মাঠে নামতে পারবেন!

     

    কলম্বিয়ার ওই বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া ৩১ বছর বয়সী শ্যাপোকোইন্স ডিফেন্ডার নেতো ফুসফুস, হাঁটু, কোমর এবং মাথায় আঘাত পান। তবে গত কয়েকদিনে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন। আর এতেই  ডাক্তাররা তাঁর পরিবারকে শুনিয়েছেন আশার বাণী। বাবা হেলাম সবাইকে প্রার্থনা করতে বলেছেন, “ আমার ছেলে প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে। তাঁর পায়ে অপারেশন হয়েছে, ডাক্তাররা বলেছে সে আবারো ফুটবলে ফিরবে। আমরা সবাই প্রার্থনা করছি, হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁকে ভালোমতো দেখতে পারবো সবাই।”

     

    নেতো হয়তো ফিরবেন, কিন্তু বেঁচে যাওয়া অন্য দুজন ফুটবলারের সেই সৌভাগ্য হচ্ছে না নিকট ভবিষ্যতে। ২৪ বছর বয়সী গোলকিপার জ্যাকসন ফোলমান ও ২৭ বছর বয়সী ডিফেন্ডার অ্যালান রুশেলের দুজনই মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। অল্পের জন্য ফোলমানের বাম পা কেটে ফেলতে হয়নি, রুশেলের স্নায়ুর অপারেশন হয়েছে। তাঁরা পুরোপুরি কবে সুস্থ হবেন এই ব্যাপারে এখনো নিশ্চিত নন ডাক্তাররা।

    কলম্বিয়াতে বিমান দুর্ঘটনায় শ্যাপোকোইন্সের কোচসহ দলের প্রায় সবাই নিহত হয়েছিলেন। তিনজন ফুটবলারসহ বেঁচে গিয়েছিলেন মোট ৫ জন।