ভুল সংবাদে চটেছেন পগবা
একটু রং মাখিয়ে সংবাদ প্রকাশের জন্য মাঝে সাঝেই তোপের মুখে পড়তে হয় সংবাদমাধ্যমগুলোকে। এবার একই কারণে সংবাদমাধ্যমের ওপর ভীষণ চটেছেন ইউনাইটেডের পল পগবা। সাবেক ক্লাব জুভেন্টাসকে নিয়ে করা এক মন্তব্যের জের ধরেই ঘটেছে এই ঘটনা।
তুরিনের ক্লাবটিতে প্রায় ৪ বছর কাটিয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে এই মৌসুমে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পগবা। কিছুদিন আগে খবরে আসে, পগবা নাকি বলেছিলেন ওই চার বছর আসলে একটা ছুটির মতই ছিল, কিছুই নাকি বদলায়নি! তাঁর কথায় অবাক হয়েছিলেন অনেকেই। কারণ জুভদের হয়েই নিজের জাত চিনিয়েছিলেন, জিতেছিলেন টানা চার শিরোপা।
তবে গতকাল ম্যাচের পর নিজের ওই বক্তব্যকে ‘ভুলভাবে’ উপস্থাপন করা হয়েছে বলেই জানিয়েছেন, “সবকিছুই ভুলভাবে উপস্থাপন করা সম্ভব। কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ম্যানচেস্টার শহরকে নিয়ে আমি কী অনুভব করি। আমি আমার শৈশব এখানেই কাটিয়েছি, এই ক্লাবে যোগ দেয়ার পেছে এটা অন্যতম একটা কারণ। ইউনাইটেডে এসে মনে হয়েছিল যেন বাড়িতে ফিরেছি!”
সংবাদমাধ্যমে আসা মন্তব্যে মনে হয়েছিল জুভেন্টাসকে হয়তো ভুলেই গিয়েছেন। তবে সেটা একেবারেই নাকচ করে দিলেন এই ফরাসি ফরোয়ার্ড, “আমার ক্যারিয়ারে জুভেন্টাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব। আমি ইউনাইটেডেও নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুভেন্টাস ভক্তরা আমাকে যেই ভালোবাসা দিয়েছে এবং আমার ওপর যেই বিশ্বাস দেখিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। আমি আজ যা সেটার পেছনে তাঁদের অবদান অনেক। এই ক্লাবে আমি অনেক কিছুই শিখেছি, আমার মন্তব্য যেভাবে এসেছে সেটা একদমই পছন্দ হয়নি। আমার কথাগুলো ভুলভাবে তুলে ধরা হয়েছে, ব্যাপারটা আমি নিশ্চিত করতে চাই।”