অলিম্পিক স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ!
ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর বসছে ইংল্যান্ডে। ২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্ণামেন্টের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইসিবি। এবার জানা গেলো, সেবার নাকি লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামেও ম্যাচ আয়োজন করার চিন্তাভাবনা চলছে!
কিন্তু অলিম্পিক স্টেডিয়ামটি তো এখন ফুটবলের জন্য ব্যবহার করা হয়! ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম তাঁদের ঘরের মাঠ হিসেবেই ব্যবহার করে এটিকে। তাহলে কেন এই সিদ্ধান্ত? বিশ্বকাপের সময় ফুটবল মৌসুমের বিরতি থাকবে, আর এজন্যই এখানে ম্যাচ আয়োজনের কথা ভাবছে ইসিবি। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বেশি দর্শক যেন খেলা দেখতে পারে এজন্যই ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মাঠটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হতে পারে, “ইসিবি বর্তমান স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতা নিয়ে চিন্তিত। যদি আমাদের বড় স্টেডিয়াম প্রয়োজন হয় তাহলে বোর্ড সেভাবেই ব্যবস্থা নেবে।”
তবে ফুটবলের জন্য ব্যবহার করা স্টেডিয়ামটি কি ক্রিকেটের জন্য উপযুক্ত হবে? অনেকেই আশংকা করছেন মাঠের আকার খুবই ছোট হবে। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের ইডেন পার্কে খেলা হয়েছিল যা কিনা রাগবির জন্য তৈরি করা, মাঠের আকার কিছুটা বর্ধিত করেই আয়োজন করা হয়েছিল ম্যাচটি।
যদি লন্ডনের এই স্টেডিয়ামে শেষ পর্যন্ত খেলা হয়, তাহলে ইংল্যান্ডের অন্য স্টেডিয়ামের কর্মকর্তা একটু নারাজই হবেন। কারণ ২০১৪ সালেই ১১ টি ভেন্যু মোটামুটি ঠিকঠাক করে ফেলেছিল ইসিবি। ইংল্যান্ডের এক কাউন্টি নির্বাহী এরকমটাই আশংকা করছেন, “যদি অন্য স্টেডিয়ামগুলো বাদ পড়ে, তাহলে তো তাঁরা রাগ করবেই! তবে ইতিবাচক দিক হচ্ছে ক্রিকেটের জন্য অলিম্পিক স্টেডিয়ামকে ব্যবহার করা খারাপ কিছু না।”
২০১৯ সালের বিশ্বকাপের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ এলওর্থি অবশ্য জানিয়েছেন , বিশ্বকাপের সব দল চূড়ান্ত হলেই ভেন্যুও চূড়ান্ত করা হবে, “আমরা এখনো ২০১৯ বিশ্বকাপ আয়োজনের প্রাথমিক পর্যায়ে আছি। উদ্বোধনী অনুষ্ঠান, দর্শক এবং অন্যান্য কর্মসূচীর ব্যাপারে আলোচনা চলছে। সব দলের নাম চূড়ান্ত হলেই আমরা বাকি জিনিসগুলো চূড়ান্তভাবে জানাবো।”