ইংল্যান্ড দলে ফিরলেন মরগান, হেলস
নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে আসেননি। অনেকেই ভেবেছিলেন এই সিদ্ধান্ত ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের ক্যারিয়ারের জন্য বড় একটা ধাক্কা হয়ে আসবে। ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগানও সেবার আসেননি একই কারণ দেখিয়ে। এবার ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন দুজনই।
গত অক্টোবরে যখন নিরাপত্তা ইস্যুতে দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, মনে করা হয়েছিল দলে ফেরাটা কঠিনই হবে মরগান ও হেলসের। কিন্তু ইংলিশ কোচ ট্রেভর বেইলিস মনে করেন তাদের দলে ফেরাটা অবশ্যম্ভাবী ছিল, “তাদের সফরে না যাওয়াতে কেউ রাগ করেনি। দলের সবাই তাদের ভালো বন্ধু। এসব নিয়ে কোনই সমস্যা নেই দলে।”
বাংলাদেশে না যাওয়ায় মরগানের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ঘোষিত দলে মরগানই অধিনায়ক থাকছেন। তাঁর অধিনায়কত্বের প্রশংসাও করেছেন বেইলিস, “তাঁর অধিনায়ক হওয়া নিয়ে কখনোই দ্বিধা ছিল না। গত কয়েক বছর ধরেই সে ওয়ানডেতে এই দায়িত্ব দারুণভাবে পালন করছে। দলে এসব নিয়ে কোন কানাঘুষা চলছে না। আসলে সবাই মরগানের ফেরার অপেক্ষাই করছে।”
আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে পুনেতে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে।