সাউদি, ম্যাককালামে বিধ্বস্ত ইংল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর- ইংল্যান্ড ১২৩,৩৩.২ ওভার(রুট ৪৬, মইন আলী ২০;সাউদি ৩৩/৭); নিউজিল্যান্ড ১২৫/২, ১২.২ ওভার(ম্যাককালাম ৭৭, গাপটিল ২২; উকস ৮/২)
ফলাফল- নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
না হল না। ইংল্যান্ডের শুরুটা মনের মত হল না। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের বিশাল পরাজয়ের পর আজকেও আরেক স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই করুণ পরিণতি বরণ করতে হল নাক উঁচু ইংরেজদের। ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংলিশ অধিনায়কের। ষাটের ঘরে রানের চাকা পৌঁছানোর আগেই নেই ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যান। তাৎক্ষণিক ভাবে দলকে টেনে তোলার দায়িত্ব পরে অধিনায়ক মরগ্যান ও রুটের উপর। ভালোই করছিলেন দুই ব্যাটসম্যান। কিন্তু দলীয় ১০৪ রানের মাথায় ভেটোরির বলে মরগ্যান ফিরে যাওয়ার সাথে সাথেই শুরু হল সাউদি ঝড়। একের একের পর এক ইংলিশ ব্যাটসম্যান অসহায় ভাবে নিজেদেরকে সপে দেন এই কিউই বোলারের সামনে। শেষ ১৯ রান যোগ করতেই ইংল্যান্ডের সব ব্যাটসম্যান সাজ ঘরে। টিম সাউদি তার ক্যারিয়ার সেরা স্পেল ৩৩ রানে দিয়ে ৭ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে কিউই কাপ্তানের মনে হয় খেলা শেষ করে দ্রুত বাড়ি যাওয়ার একটা তাগিদ ছিল। তাইতো মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে খেলে ফেললেন একটি টি২০ ইনিংস। মাত্র ২৫ বলে করেন ৭৭ রানের ঝড়ো ইনিংস। ৭.১ ওভারে দলীয় ১০৫ রানের মাথায় ম্যাককালাম ফিরে গেলেও দলের সহজ জয়ের একটি শক্ত ভিত তৈরি করে যান। যার উপর দাড়িয়ে মাত্র দুই উইকেট হারিয়ে ১২.২ ওভারে নিউজিল্যান্ড পৌঁছে যায় জয়ের বন্দরে।সাথে সাথে কোয়ার্টার ফাইনালের পথেও আরও এক ধাপ এগিয়ে গেল।
পক্ষান্তরে পর পর দুই ম্যাচ হেরে ব্যাক ফুটে ইংল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামী ম্যাচগুলোতে আর কোন ভুল করা যাবেনা, এই তত্ত্বটা হয়ত মাথায় রাখবেন ইংল্যান্ড দলের খেলোয়াড় সহ সবাই।