শ্যাপোকোইন্সের স্মরণে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল-কলম্বিয়া
কলম্বিয়ার সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই সমবেদনা জানানো হচ্ছে শ্যাপোকোইন্সকে। আসছে নানা সাহায্য, সহযোগিতাও। এবার ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে কলম্বিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ থেকে প্রাপ্ত টাকা শ্যাপোকোইন্সকে দেয়া হবে।
সিবিএফের মুখপাত্র ডগলাস লুনারদি জানিয়েছেন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে উদগ্রীব হয়ে আছে ব্রাজিলের সবাই, “কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ আগামী বছর ২২ অথবা ২৫ জানুয়ারি হতে পারে। খুব সম্ভবত মারাকানা অথবা অ্যারেনা কোন্ডাতে ম্যাচটি হবে। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ নিহত ফুটবলার, কর্মকর্তাদের পরিবারকে দেয়া হবে।”
ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, শ্যাপোকোইন্সকে প্রায় দেড় মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়া হবে। এর আগে অ্যাটলেটিকো ন্যাশিওনালের অনুরোধে শ্যাপোকোইন্সকে কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন ঘোষণা করে কনমেবল, প্রাইজমানি হিসেবে ২ লাখ ডলার দেয়া হয় ক্লাবটিকে।
কলম্বিয়ার ওই দুর্ঘটনায় ক্লাবের ৩ জন ছাড়া সবাই মারা গিয়েছিলেন। এতে আগামী ম্যাচগুলোতে পুরো ১১ জনের দল মাঠে নামানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। ব্রাজিলের অন্যান্য ক্লাবগুলো তাঁদের খেলোয়াড় ধার দেওয়ার কথা জানিয়েছে। অনেক সাবেক ফুটবলারও অবসর ভেঙ্গে এখানে খেলতে আসতে চাইছেন।