• " />

     

    ভিডিও দেখে সিদ্ধান্ত দেবেন রেফারি

    ভিডিও দেখে সিদ্ধান্ত দেবেন রেফারি    

    দাবিটা অনেক পুরনো। ক্রিকেটের মতো ফুটবলেও ‘রিভিউ’ পদ্ধতি চালু করার ব্যাপারে অনেক পক্ষ থেকে বহুবার প্রস্তাব তোলা হয়েছিল। এবার ক্লাব কাপ বিশ্বকাপে প্রথমবারের মতো রিভিউ পদ্ধতি রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। মাঠের পাশে একটি মনিটর থেকে রেফারিরা চাইলে রিপ্লে দেখে নিজেদের সিদ্ধান্ত দিতে পারবেন।

     

    ফিফার কারিগরি বিভাগের প্রধান মার্কো ফন বাস্তেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত ফুটবলের জন্য সুদূরপ্রসারী একটি পদক্ষেপ, “পরীক্ষামূলকভাবে এই ব্যাপারটি দেখা হচ্ছে, যদি এটি ভালো ফলাফল দেয় তাহলে এটার ভবিষ্যৎ নিয়ে ভাবা হবে। এটা মনে রাখতে হবে, এর মাধ্যমে ভিন্ন একটি পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি আমরা।”

     

    রিভিউ পদ্ধতির ফলে রেফারিরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যাচাই বাচাই করে দেখতে পারবেন। এর আগে অবশ্য বছরের শুরুতে দুটি প্রীতি ম্যাচে রিভিউ পদ্ধতির প্রয়োগ করা হয়েছিল। তবে ক্লাব বিশ্বকাপেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এটা শুরু করা হবে। আগামী বছর আরও কিছু ম্যাচে এটার ব্যবহার করার কথাও জানা গিয়েছে। ১৫ তারিখ থেকে ইয়োকাহামাতে শুরু হবে ক্লাব কাপ বিশ্বকাপ।