• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    চোট পেয়ে টেস্ট শেষ আম্পায়ারের

    চোট পেয়ে টেস্ট শেষ আম্পায়ারের    

    হুট করেই হয়ে গিয়েছিল ঘটনাটা। ভুবনেশ্বর কুমারের নিরীহদর্শন একটা থ্রো এসে লেগেছিল মাথায়। তখনই মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েছিলেন আম্পায়ার পল রাইফেল। পরে অবশ্য চিকিৎসকদের শুশ্রুষা পেয়ে হেঁটেই মাঠ ছেড়েছেন। কিন্তু এখন জানা যাচ্ছে, সিরিজই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ান আম্পায়ারের। তাঁর জায়গায় এখন দায়িত্ব পালন করছেন তৃতীয় আম্পায়ার মারাইস ইরাসমাস।

     

     

    মুম্বাই টেস্টের প্রথম দিনেই হয়েছিল ঘটনাটা। ইংল্যান্ডের ইনিংসের ৪৯তম ওভারে বল করছিলেন অশ্বিন। স্কয়্যার লেগ থেকে একটু আলসেমি করেই থ্রোটা ছুঁড়েছিলেন ভুবনেশ্বর।কিন্তু সেটা গিয়ে লাগে রেইফেলের মাথায়। প্রাথমিক চিকিৎসার পর অস্ট্রেলিয়ান আম্পায়ারকে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে, খুব গুরুতর কিছু হয়নি তাঁর। কিন্তু চিকিৎসকেরা এই টেস্টে মাঠে নামতে বারণ করেছেন তাঁকে। ফলে ইরাসমাসই পরের চারদিন কাজ চালিয়ে যাবেন। রিজার্ভ আম্পায়ার ভারতের নিতিন মেননেরই তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু ডিআরএস নিয়ে তাঁর তুলনামূলক প্রশিক্ষণ কম থাকায় সেই দায়িত্ব পেয়েছেন ভারতেরই সি শামসুদ্দিন। স্থানীয় আম্পায়ারদের একটা প্রশিক্ষণ ক্যাম্প করাতে শামসুদ্দিন ওই সময় মুম্বাইতেই ছিলেন।