• " />

     

    মোনাকোতে সেই পুরনো ফ্যালকাও

    মোনাকোতে সেই পুরনো ফ্যালকাও    

    ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসিতে পরপর দুই ব্যর্থ মৌসুম কাটানোর পর অনেকেই হয়ত ধরে নিয়েছিলেন ফ্যালকাওয়ের দিন বুঝি শেষ। ততোদিনে বয়সটাও ত্রিশ ছুঁই ছুঁই। পুরোনো সেই ইনজুরি আর সাথে ফর্মহীনতা- সব মিলিয়ে কলম্বিয়ান টাইগারের ক্যারিয়ারটা একরকম অস্তই যাচ্ছিল! টানা দুই মৌসুম ইংল্যান্ডে ধারে কাটিয়ে ফ্রান্সে ফেরত আসায় টিপ্পনীও কম শুনতে হয়নি ফ্যালকাওকে।

    মোনাকোতে ফিরে আসাটা যে একদমই ভুল সিদ্ধান্ত ছিল না -এই মৌসুমে তারই প্রমাণ রেখে যাচ্ছেন ফ্যালকাও। সঙ্গে দিয়ে যাচ্ছেন সব সমালোচনার জবাবও। এই মৌসুমের শুরু থেকেই ধারাবাহিক ছিলেন, গোলের দেখাও পাচ্ছিলেন নিয়মিত। তবুও কোথায় যেন একটা কমতি রয়ে যাচ্ছিল। কাল সেটাও পূরণ করে ফেললেন। হুংকারটা ছাড়লেন এক হ্যাটট্রিক করেই। 

    শেষ হ্যাটট্রিক করেছিলেন ২০১২ সালের এই ডিসেম্বর মাসেই। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। চার বছর পর অপেক্ষার পর এবার কাল তিন গোল করলেন বোর্দোর বিপক্ষে। ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে মোনাকো পেয়েছে ৪-০ গোলের জয়। আর সাথে উঠে গেছে লিগ ওয়ানের শীর্ষস্থানেও। ম্যাচের ৫, ৫০ আর ৬৪ মিনিটের পেনাল্টি থেকে করা গোল থেকে হ্যাটট্রিক পূরণ হয়েছে ফ্যালকাওয়ের। 

     



    এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন ফ্যালকাও। লিগের পরিসংখ্যান আরও ভালো! দশ ম্যাচে ১১ গোল। অথচ এই ফ্যালকাওই গত দুই মৌসুমে ছিলেন 'সুপার ফ্লপ'। ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির হয়ে প্রিমিয়ার লিগে মাত্র পাঁচবার পেয়েছিলেন গোলের দেখা। একটু একটু করে ফর্মে ফিরতে থাকা ফ্যালকাও বোধ হয় নিজের ফিরে আসার প্রক্রিয়াটা শেষ করলেন কাল এক হ্যাটট্রিক দিয়েই।

    মাঠের খেলায় নিন্দুকের সমালোচনার জবাবটা তো দিচ্ছিলেনই। কাল হ্যাটট্রিক করে এবার মুখের লাগামটাও খুললেন! "একজন হার না মানা যোদ্ধাকে কখনই অবহেলা করা উচিত না"- ম্যাচশেষে এমন হুংকারেই জানিয়েছেন চার বছর পর করা নিজের হ্যাটট্রিকের অনুভূতি।

    নিজে ফর্মে ফেরার সাথে সাথে অধিনায়ক হিসেবেও নিজের দলকে উঠিয়ে এনেছেন প্রথম স্থানে। আজ রাতে পিএসজির বিপক্ষে নিস জয় পেলে অবশ্য হাতছাড়া হবে শীর্ষস্থান। তবে সুবিধাজনক অবস্থানেই থাকবে ফ্যালকাওয়ের মোনাকো। সাথে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেও জায়গা হয়েছে এবার মোনাকোর। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে মোনাকোর ফ্যালকাওয়ের! নিজের ফর্ম, পুরো দল আর কোচকে নিয়েও নিজের উচ্ছ্বাস জানিয়েছেন ম্যাচশেষে।