• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কস্তার গোলে কন্তের স্বস্তি

    কস্তার গোলে কন্তের স্বস্তি    

    প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ ছুটছেই। ওয়েস্টব্রমকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা জয়ের রেকর্ডটা নয়ে নিয়ে গেছে কন্তের দল। ডিয়েগো কস্তার ৭৬ মিনিটের গোল স্ট্যামফোর্ড ব্রিজে তিন পয়েন্ট এনে দিয়েছে চেলসিকে। আর্সেনালের কাছে হারানোর একদিন পরই লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও পুনুরুদ্ধকার করেছে চেলসি এই জয়ে।

    টানা নবম জয়টা সহজে আসেনি। ম্যাচের প্রথম দিকের সুযোগগুলোর বেশির ভাগই পেয়েছিল ওয়েস্টব্রমই। সেই তুলনায় প্রথমার্ধে তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। কোনো শট অন টার্গেট ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। 

    দ্বিতীয়ার্ধে ওয়েস্টব্রমের রক্ষণ দূর্গ ভাঙতে পেদ্রোকে বসিয়ে উইলিয়ানকে মাঠে নামান কন্তে। তাতেও তেমন সুবিধা করতে না পারায় ৭৪ মিনিটে মাঠে নামেন ফ্যাব্রেগাস। এর দুই মিনিটের তাঁর মাথায়ই আসে জয়সূচক গোল। অবশ্য গোলের পুরোটাই কস্তার কৃতিত্ব। ফ্যাব্রেগাসের পাস থেকে ওয়েস্টব্রম ডিফেন্ডার ম্যাক'অলিকে পরাস্ত করে বা পায়ের জোরালো শটে গোল করেন কস্তা। স্প্যানিয়ার্ডের ওই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এই নিয়ে গোলবারে নেয়া শেষ ৯ শটের ৬ টিতেই গোল পেলেন কস্তা।

    প্রিমিয়ার লিগে টানা জয়ের সেরা পাঁচ রেকর্ডের মাঝেও ঢুকে গেল কন্তের চেলসি। ২০০৬ সালে সবশেষ টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল চেলসি। ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ টানা তের ম্যাচ জয়ের রেকর্ডটা আর্সেনালের।