অবশেষে ওল্ড ট্রাফোর্ডে হাসল ইউনাইটেড
ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের পেনাল্টি বক্সে বল আসতেই ওল্ড ট্রাফোর্ডের কলরব যেন একটু স্তিমিত। আগে যে নিজেদের মাঠে কয়েকবারই এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে ড্র করেছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত টটেনহামের সঙ্গে এসে সেই গেরো কাটল। সেপ্টেম্বরের পর ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ লিগে প্রথম জয় পেল ইউনাইটেড।
সেই গোলটা যাঁর জন্য, এই ম্যাচে হেনরি মিখিতারিয়ানই হোসে মরিনহোর বড় দুশ্চিন্তা। মৌসুমের প্রথম তিন মাস প্রথম একাদশেই নিয়মিত জায়গা পাননি আর্মেনিয়ান মিডফিল্ডার। ডর্টমুন্ডের সেই পুরনো ফর্মে ফেরার আভাস দিচ্ছিলেন কিছুদিন থেকেই। তিন দিন আগে গোল পেয়েছিলেন ইউরোপা লিগেই। তবে আজকের গোলটাই বেশি এগিয়ে রাখবেন। কিন্তু ম্যাচের শেষ দিকে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। মরিনহো নিশ্চয় তাঁকে যত দ্রুত সম্ভব ফিরে পেতে চাইবেন।
ম্যাচের তখন ২৯ মিনিট। অ্যান্ডার হেরেরার দারুণ থ্রু বলটা দুর্দান্ত এক দৌড়ে ধরে ফেললে মিখিতারিয়ান। ডান পায়ের দারুণ এক শটে উগো লরিসকে পরাস্ত করে বলটা জড়িয়ে দিয়েছেন জালে। ইউনাইটেড ওই সময় টটেনহামকে ভালোমতোই চেপে ধরেছিল। তার আগে পগবা, মিখিতারিয়ান অল্পের জন্য গোল পাননি।
কিন্তু দ্বিতীয়ার্ধে আবার নিজেদের গুছিয়ে ম্যাচে ফেরে টটেনহাম। ফ্রিকিকে বারদুয়েক ডেভিড ডি গিয়ার পরীক্ষাও নিয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। তবে ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন পল পগবাও। একবার অসাধারণ ফ্রিকিকটা ফিরে আসে পোস্টে লেগে, আরেকবার ডান পায়ের শট ঠেকিয়ে দিয়েছেন লরিস। শেষদিকে চেষ্টা করেও আর গোল পায়নি টটেনহাম, অবশেষে হাসি নিয়েই ওল্ড ট্রাফোর্ড থেকে ফিরতে পেরেছে ইউনাইটেড।
এই জয়েও অবশ্য ইউনাইটেড পয়েন্ট তালিকার ছয়েই আছে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৪, সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে পাঁচে। ৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চেলসি।