টিকে থাকার লড়াই
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কারোরই সূচনাটা সুখকর হয়নি। ভারতের কাছে এবারেও হেরে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পরাজয়ের গ্লানি আরও বেড়েছে পাকিস্তানের। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩০৪ রান করেও শেষ মেষ হারের লজ্জায় ডুবতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাই প্রথম জয় তো বটেই, টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয় দরকার দুই দলেরই।
জয় ছাড়া যে অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই ৯২’র চ্যাম্পিয়নদের, পাক কাপ্তানের কথায় তা স্পষ্ট, “কালকের ম্যাচটা আমাদের জেতা উচিৎ। কারণ টুর্নামেন্টে টিকে থাকতে আমাদের সামনে বিকল্প রাস্তা নেই।” প্রায় অনুরূপ বক্তব্যই শোনা গেলো ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডারের কণ্ঠে, “অবশ্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরাজয় যথেষ্ট হানিকর। নিজেদেরকে ধরে রাখতে হলে আগামী ম্যাচে ভাল করতেই হবে।” পরিকল্পনা মাফিক ও আত্মবিশ্বাসী হয়ে খেললে যে জয় সম্ভব, সেই কথাও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক পারফর্মেন্সে সামান্য এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতলেও পাকিস্তানের সংখ্যা শূন্য। তবে পরিসংখ্যান ধরে তো আর ক্রিকেট হয় না, ব্যাটে বলে যারা তাক লাগাবে দিন শেষে হাসিটা উজ্জ্বল হবে তাঁদের মুখেই।
সম্ভাব্য একাদশ.........
পাকিস্তান- আহমেদ শেহজাদ, ইউনুস খান, হারিস সোহেল, মিসবাহ উল হক(অধিনায়ক), শোয়েব মাকসুদ, উমর আকমল(উইকেট রক্ষক), শাহিদ আফ্রিদি, ওহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহেল খান, মোহাম্মাদ ইরফান।
ওয়েস্ট ইন্ডিজ- ডুয়াইন স্মিথ, ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, মারলোন স্যামুয়েলস, দিনেশ রামদিন(উইকেট রক্ষক), ল্যান্ডল সিমনস, ড্যারেন সামি, জেসন হোল্ডার(অধিনায়ক), কিমার রোচ, জার্মি টেইলর, সুলাইমান বেন।