এগিয়ে গিয়েও হারল আর্সেনাল
৯৪ মিনিটে ফ্রিকিক পেল আর্সেনাল। ওজিলের ফ্রিকিকে মনরেয়ালের শট লাইন থেকে ফিরিয়ে দিলেন উইলিয়ামস। ফিরতি বলে ইওবির নেওয়া শটটাও ফিরে এল লাইন থেকে! কর্ণারের জন্য চেক এগিয়ে আসায় পাল্টা আক্রমণে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হলেন লুকাকুরা। শেষমূহুর্তের চরম নাটকীয়তায় আর্সেনালকে ২-১ গোলে হারালো দশজনের এভারটন। এই হারে শীর্ষস্থানে ওঠার সুযোগ হাতছাড়া করার পাশাপাশি টানা ১৪ লিগ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটাও হারাল আর্সেনাল।
দুর্দান্ত ফর্মে থাকা সানচেজ গোলও পেয়েছেন আজও । দলের ত্রাণকর্তা হয়ে ওঠা এই চিলিয়ানের ফ্রিকিকেই লিডটা পেয়েছিল আর্সেনাল। সেটা অবশ্য পুরোপুরি সানচেজের কৃতিত্ব নয়, এভারটনের একজনের গায়ে লেগে গতিপথ বদলে গেছে। ১২ গোল নিয়ে দিয়েগো কস্তার সাথে যৌথভাবে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন সানচেজ। এই গোলে শেষ ২৭ লিগ ম্যাচে ২৭টি গোলে (১৯ গোল, ৮ অ্যাসিস্ট) সরাসরি অবদান আছে এই তারকার। প্রথমার্ধে আর্সেনালের আক্রমণ সামলাতে ব্যস্ত এভারটন সমতায় ফেরে বিরতির ঠিক আগে। বেইন্সের ক্রসে হেড করে দলকে ম্যাচে ফেরান কোলম্যান। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
মৌসুমের শুরুতে ধারাবাহিক পারফর্ম করলেও বেশ কিছু ম্যাচ ধরেই নিষ্প্রভ আছেন মেসুত ওজিল। এই ম্যাচেও বেশ কিছু সহজ সুযোগ মিস করেছেন এই জার্মান। আর্সেনালের ভুলের মাশুলটা চমৎকারভাবে নেয় এভারটন। ম্যাচের মাত্র ৪ মিনিট বাকি থাকতে বার্কলির কর্ণারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন অ্যাশলি উইলিয়ামস। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেছেন জাগিয়েলকা। মনরেয়াল ও ইওবির দুটি শট লাইন থেকে ফিরে আসলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। 'গানার'দের বিপক্ষে শেষ ১৯ ম্যাচে এটি ছিল এভারটনের মাত্র ২য় জয়।
এই জয়ে শীর্ষস্থানে ওঠার সুযোগটা হারালো আর্সেনাল। ১৬ ম্যাচ থেকে গানারদের সংগ্রহ ৩৪। এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে চেলসি (৩৭)। আগামীকাল সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় পেলে পয়েন্ট ব্যবধানটা বেড়ে দাঁড়াবে ৬-এ। আর মিলসব্রোর মাঠে জিততে পারলে আর্সেনালকে ধরে ফেলবে ক্লপের লিভারপুল। চেলসি, লিভারপুলের সমানসংখ্যক ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে গার্দিওলার সিটি।