• " />

     

    রামোসকে আটকাতে না পারলে শাস্তি!

    রামোসকে আটকাতে না পারলে শাস্তি!    

    সার্জিও রামোস মানেই যেন শেষ মুহূর্তের গোল। এক সপ্তাহের মধ্যেই এল ক্লাসিকোর পর দেপোর্তিভোর সঙ্গেও তাঁর অন্তিম সময়ের গোলেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপেও তাঁকে আটকানোর জন্য সব দলই আলাদাভাবে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে। সেমিফাইনালের আগে মাদ্রিদের প্রতিপক্ষ ক্লাব আমেরিকানার কোচ রিকার্ডো লা ভোল্পে দলের সদস্যদের হুশিয়ারি দিয়েছেন, রামোসকে আটকাতে না পারলে শাস্তি পেতে  হবে দলের খেলোয়াড়দের!

     

    শুধু গত সপ্তাহে নয়, তার আগেও চ্যাম্পিয়নস লিগ বা উয়েফা সুপার কাপের ফাইনালে শেষ মুহূর্তে গোল করেছে রামোস। নিজেদের সাথেও যেন এরকম না হয় এজন্য সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন রিকার্ডো, “রামোসের মতো ফুটবলারদের খুব দায়িত্বের সাথে সামলাতে হয়। রামোসই রিয়ালের এরকম প্রথম ফুটবলার নন, হিয়েরোও একইরকম ছিলেন। কিন্তু আমাদের ফুটবলাররা জানে রামোস কী করতে পারে।”
     
     

    তবুও শেষপর্যন্ত যদি আবারো রামোস জাদু দেখা যায়, তাহলে তাঁকে মার্ক করার দায়িত্বে থাকা ফুটবলারকে শাস্তি পেতেই হবে। শাস্তিটা কিন্তু বেশ মজারই বলে জানালেন রিকার্ডো, “যে রামোসকে আটকাতে পারবে না, পুরো দলের খাবারের বিল তাঁকেই দিতে হবে!”