• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কষ্ট হলো শুধু ম্যান ইউনাইটেডের

    কষ্ট হলো শুধু ম্যান ইউনাইটেডের    

    লিভারপুল জিতেছে তিন গোলের ব্যবধানে, টটেনহামও তাই। ম্যান সিটির জয়টা দুই গোলে। সান্ডারল্যান্ডকে চেলসি ১-০ ব্যবধানে হারালেও জয় নিয়ে কখনোই খুব বেশি সংশয় ছিল না। শুধু ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টাই এলো ঘাম ঝরিয়ে, শেষ সময়ের গোলে। ইংলিশ লিগে শেষ পর্যন্ত জয় পেয়েছে সব বড় দলই।


    অথচ মনে হচ্ছিল, ম্যান ইউনাইটেডকে আরও একবার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হবে। ৮৬ মিনিট পর্যন্তও যে ম্যাচে ১-১ গোলে সমতা ছিল। কিন্তু নিজের জাত চেনাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেন ইব্রাহিমোভিচ। পগবার পাস থেকে বল পেয়েছিলেন, দুরুহ কোণ থেকে বাঁ পায়ের দারুণ এক শটে বল জড়িয়ে দেন জালে। 


    তবে বিতর্কে ঠাসা ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ইউনাইটেডই। প্রথমার্ধ শেষের ঠিক আগে পল পগবা গোল করে এগিয়ে দেন। কিন্তু রিপ্লে দেখে মনে হয়েছে ইব্রার পাসটা তাঁর হাতে লেগেছিল, এমনকি পগবাও অফসাইডেই ছিলেন। 


    বিরতির পরেই অবশ্য ইউনাইটেডকে চেপে ধরে প্যালেস। ডেভিড ডি গিয়া অবিশ্বাস্য এক সেভ না করলে এগিয়েও যেতে পারত। শেষ পর্যন্ত ফলও পেয়ে যায়, ৬৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে জেমস ম্যাকআর্থারের গোলে সমতা ফেরায় স্বাগতিকেরা। কিন্তু এরপরে দুবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোলবঞ্চিত হয় ইউনাইটেড। একবার লেডলির শট প্যালেসের লেডলির হাতে লাগায়ও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। আরেকবার মাতার গোল অফসাইডের জন্য বাতিল করে দেন, কিন্তু রিপ্লেতে দেখা গেছে মাতা অনসাইডেই ছিলেন।


    কুতিনহোকে ছাড়া দুই ম্যাচ হোঁচট খাওয়ার পর জয় পেয়েছে লিভারপুল। মিডলসবরোর সঙ্গে জয়ে দুই গোল করেছেন অ্যাডাম লালানা, অন্য গোলটি ডিভক অরিগির। হাল সিটির সঙ্গে জোড়া গোল করেছেন টটেনহামের ক্রিস্টিয়ান এরিকসেনও, অন্য গোলটি ভিক্টর ওনায়ামার। ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গার্দিওলা, গোল করেছেন পাবল জাবালেতা ও ডেভিড সিলভা। 


    তবে সান্ডারল্যান্ডকে হারিয়ে শীর্ষে আরও জেঁকে বসেছে চেলসি, দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে। দলে অনিয়মিত হয়ে পড়া সেস ফ্যাব্রিগাস করেছেন একমাত্র গোল। প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ জিতল চেলসি। এক মৌসুমে হোসে মরিনহোর চেলসির টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেললেন আন্তোনিও কন্তে। 


    পয়েন্ট টেবিলের ওপরের দিকে শুধু বদল হয়েছে একটিই, আর্সেনালকে টপকে দুইয়ে চলে এসেছে লিভারপুল। চারে আছে সিটি, পাঁচে টটেনহাম, ছয়ে ইউনাইটেড।