• " />

     

    রিভিউতে এলো পেনাল্টি

    রিভিউতে এলো পেনাল্টি    

    ফুটবলে ‘রিভিউ’ পদ্ধতির ঘোষণার পর থেকে সকলের মনে একটাই প্রশ্ন ছিল, আদৌ কি এটা কোন সুফল বয়ে আনবে? পদ্ধতির ভবিষ্যৎ যাই হোক না কেন, গতকাল কিন্তু কাশিমা আন্টলারস-অ্যাটলেটিকো ন্যাশিওনাল ম্যাচে এই রিভিউ পদ্ধতির মাধ্যমে ছোটখাটো একটা ইতিহাসই হয়ে গেলো। প্রথমবারের মতো রিভিউ পদ্ধতির সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছেন রেফারি ভিক্টর কাসাই।

     

    ঘটনার সূত্রপাত ম্যাচের প্রথমার্ধে। ন্যাশিওনাল ফুটবলার ওরলান্ডো বেরিও কাশিমার দাইগো নিশিকে পেনাল্টি বক্সের ভিতর ফাউল করেন। যদিও ওই সময়ে রেফারি ব্যাপারটি এড়িয়ে যান। কিন্তু ৪৪ সেকেন্ড পর সহকারী রেফারি খেলা থামিয়ে মূল রেফারি ভিক্টরের সাথে কিছুক্ষণ আলোচনা করেন, এরপর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। শাওমা দই স্পটকিক থেকে গোল করে ইতিহাস গড়েন।

     

    যদিও এই সিদ্ধান্ত নিয়ে অনেকবারই প্রতিবাদ জানিয়েছেন ন্যাশিওনালের কোচ রেইনালদো রুয়েদা এবং তাঁর দলের ফুটবলাররা। তাদের দাবি ছিল, ওই ফাউলের সময় নিশি অফ সাইড ছিলেন। তাঁরা রেফারির কাছে ভিডিও ফুটেজ দেখতে চাইলেও সেটা হয়নি।