ছয় বছর পর মাশরাফিদের বিপক্ষে ফেরা
ছয় বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে আর মাঠে নামা হয়নি নিল ব্রুমের। তবে বাংলাদেশের বিপক্ষেই সেই অপেক্ষাটা শেষ হয়ে যেতে পারে। ১৩ জনের দলে যে ডাক পেয়েছেন এই কিউই ব্যাটসম্যান।
২৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি, তবে নিউজিল্যান্ড এর মধ্যেই জানিয়ে দিয়েছে দল। আর সেটাই ব্রুমের জন্য স্বস্তির হয়ে এসেছে। নিউজিল্যান্ডের হয়ে ওই সময় ২২টি ওয়ানডে খেলেছিলেন। তবে নিজেকে চেনাতে পারেননি, ১৭.৫২ গড়ে রান ছিল মাত্র ৪৭৫। সেই যে বাদ পড়েছিলেন, এরপর আর ফেরাই হয়নি। বয়স এখন ৩৩, হয়তো দলে ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে গত দুই বছর ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার। অবশ্য রস টেলরের চোটও শাপেবর হয়ে এসেছে তাঁর জন্য। চোখে অস্ত্রোপচার করার জন্য এই সিরিজে খেলতে পারছেন না কিউই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ড দলে আরও কয়েকটি পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল হ্যাডলি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বিজে ওয়াটলিং, টড অ্যাস্টল ও হেনরি নিকোলস। ব্রুমের সঙ্গে আবার দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান লুক রঙ্কি। নিউজিল্যাণ্ডের ওয়ানডে দলের নিয়মিত মুখ রঙ্কি ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েছিলেন। তবে ঘরোয়া লিগে ভালো করে আবারও ফিরেছেন জাতীয় দলে।