সোহান-শুভাগতর দৃঢ়তার পরও হারল বিসিবি একাদশ
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ ২০ ওভারে ১২২/৮ (সোহান ৩৫, শুভাগত ২৫, মোসাদ্দেক ১৩, নায়ার ২/১৮, কামিন্স ২/১৯)
সিডনি থান্ডার্স ১৭ ওভারে ১২৩/৪ (মরগান ৩৩, লেনটন ২৫, গিবসন ২৫, রুবেল ৩।২৭, রাব্বি ১/২০)
ফলঃ সিডনি থান্ডার্স ৬ উইকেটে জয়ী
নিয়মিত অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে টসে জিতে ব্যাট করবার সিদ্ধান্ত নেন বদলি অধিনায়ক মুশফিক। কিন্তু প্রথম দুই ওভারেই কায়েস ও সৌম্য আউট হলে শুরুতেই চাপে পড়ে বিসিবি একাদশ। স্কোরবোর্ডে ২১ রান উঠতেই সাব্বির আর মুশফিকও ফেরেন সাজঘরে। মোসাদ্দেক দারুণ শুরু করেও ১৩ রানে আউট হয়ে গেলে মনে হচ্ছিল, স্কোরটা খুব বেশি হবেনা বিসিবি একাদশের। এমন সময় দলের হাল ধরেন শুভাগত ও সোহান। দলীয় ৭৭ রানে এবং ব্যক্তিগত ২৫ রানে শুভাগত ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান সোহান। ১ ছয় আর ৩ চারে ৩৫ রান করে রানআউট হন খুলনার এই তরুণ। শেষপর্যন্ত ৮ উইকেটে ১২২ রান করে বিসিবি একাদশ। অর্জুন নায়ার ও প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট।
সাদামাটা স্কোর তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই থান্ডার্স ওপেনার লেনটন ও গিবসন। প্রথম ৬ ওভারে তুলে নেন ৪৮ রান। ৯ রানের ব্যবধানে দুই ওপেনারকেই সাজঘরের পথ দেখান রুবেল। পরের ওভারে রাব্বির বলে মিডঅফে সাব্বিরের দুর্দান্ত এক ক্যাচে ডোরানকে ফেরালে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল বিসিবি একাদশের। কিন্তু অধিনায়ক মরগান, আর সাথে ব্লিজার্ড আর নায়ারের ঝড়ো ব্যাটিংয়ে দিশা পাননি বিসিবি একাদশের বোলাররা। ৬ উইকেট আর ৩ ওভার বাকি রেখেই লক্ষ্যে পৌঁছায় সিডনি থান্ডার্স। মরগান ১ ছয় আর ৩ চারে অপরাজিত থাকেন ৩৩ রানে। এছাড়া লেনটন ও গিবসন দুজনেই করেন ২৫ রান করে। বিসিবি একাদশের হয়ে রুবেল ২৭ রান খরচায় নেন ৩ উইকেট।
প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছিল বিসিবি একাদশ। ২৬ ডিসেম্বর ১ম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।