• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কস্তায় ভর করে উড়ছে কন্তের চেলসি

    কস্তায় ভর করে উড়ছে কন্তের চেলসি    

    ছুটেই চলছে চেলসির জয়রথ। কন্তের ৩-৪-৩ ফরমেশনের কল্যাণে এসেছে টানা দশ জয়। ক্রিস্টাল প্যালেসকে আজ তাদের মাঠে হারিয়ে শীর্ষস্থানটা আরো সুসংহত করলো কন্তের শিষ্যরা। সেলহার্স্ট পার্কে দিয়েগো কস্তার একমাত্র গোলে ০-১ এর জয় নিয়ে মাঠ ছাড়লো 'অল ব্লুজ'রা। আর তাতেই চেলসির টানা জয়ের রেকর্ডটা টিকে থাকল ১১ তম ম্যাচে এসেও।

    মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা কস্তা গোল পেয়েছেন আজও। ৪৩ মিনিটে অ্যাজপিলিকুয়েটার ক্রসে হেড করে দলকে লিড এনে দেন এই স্প্যানিশ স্ট্রাইকার। এই গোলে এককভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা এখন কস্তাই (১৩)। ইতোমধ্যেই টপকে গেছেন আগের মৌসুমে লিগের নিজস্ব গোল টালি (১২)। চলতি মৌসুমে এটিই ছিল হেডে করা চেলসির প্রথম গোল। চেলসির হয়ে আজ ৯৭ তম ম্যাচে এসে গোলের 'হাফ সেঞ্চুরি' টাও পূরণ করলেন কস্তা। জয়সূচক গোল করার আনন্দ কিছুটা হলেও মাটি হয়ে গেছে হলুদ কার্ড দেখে। চেলসির খেলোয়াড়দের মধ্যে গোলের মতোই হলুদ কার্ডের সংখ্যাটাও বেশি কস্তারই! পাঁচ হলুদ কার্ড হওয়ায় ২৬ ডিসেম্বর 'বক্সিং ডে' তে বোর্নমাউথের বিপক্ষের ম্যাচটিতে দর্শক হয়েই থাকতে হবে কস্তাকে। একই কারণে ম্যাচটি মিস করবেন এন গোলো কান্তেও।

    দ্বিতীয়ার্ধে হেনেসির বীরত্বে ব্যবধানটা আর বাড়ানো হয়নি চেলসির। কুয়াশায় মোড়া বিকেলে ভাগ্যটাও সুপ্রসন্ন ছিল না চেলসির। ৮৪ মিনিটে আলোন্সোর দুর্দান্ত ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে আসে। পুরো ম্যাচজুড়ে একবারো কর্তোয়াকে পরীক্ষায় ফেলতে পারেনি বেন্টেকেরা। এ নিয়ে নিজেদের শেষ তিন লিগ ম্যাচ ০-১ গোলের জিতলো চেলসি।

    এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চেলসি। টানা ১১ লিগ ম্যাচ জিতে ০৯-১০ মৌসুমে চেলসির টানা ম্যাচ জেতার রেকর্ডেও ভাগ বসিয়েছেন কন্তে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনাল, লিভারপুল ১ ম্যাচ কম খেলে পিছিয়ে আছে ৯ পয়েন্টে! দল শীর্ষে, আর কস্তা সর্বোচ্চ গোলদাতা; বড়দিনের উদযাপনটা তাই আগেভাগে শুরু করতেই পারেন চেলসি সমর্থকেরা...