সিট বদলেই বেঁচে গেলেন রুশেল!
‘রাখে আল্লাহ্ মারে কে’, কথাটা এখন নিশ্চয় এখন দৃঢ়ভাবে বিশ্বাস করবেন শ্যাপোকোইন্স ফুটবলার অ্যালান রুশেল। সতীর্থদের বেশিরভাগ পরপারে চলে গিয়েছেন সেই মর্মান্তিক দুর্ঘটনার পর। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুশেল হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল তিনি জানালেন, অনিচ্ছাকৃতভাবে বিমানের সিট বদল করার জন্যই হয়তো বেঁচে গিয়েছেন!
গুরুতর আহত হয়ে ঐ দুর্ঘটনার পর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ধীরে ধীরে সুস্থ হয়ে এখন বাড়ি ফিরবেন রুশেল। ফেরার আগে এক সংবাদ সম্মেলনে সতীর্থদের সাথে বিমানের শেষ মুহূর্তগুলোর কথা স্মরণ করেন তিনি, “চাডু গাউচো আমাকে বলেছিল সামনের দিকে এগিয়ে বসতে, সাংবাদিকেরা নাকি একত্রে পেছনে বসতে চায়। আমি প্রথমে এটা করতে চাইনি। কিন্তু পরে জ্যাকসন ফোলমান আমাকে বলল তার পেছনে বসতে। শুধু বিধাতাই বলতে পারে কিভাবে আমি বেঁচে গেলাম! তিনিই আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন।”
রুশেলের মতো ফোলমানও বেঁচে গিয়েছেন অলৌকিকভাবে। ঐ দুর্ঘটনাকে নিজেদের জীবনে একটা দুঃস্বপ্নই মানছেন রুশেল, “যখন ঐ ব্যাপারে আমাকে বিস্তারিত জানানো হয়েছিল, তখন মনে হচ্ছিল এটা কোন দুঃস্বপ্ন! ধীরে ধীরে সব জানতে পারলাম, বুঝতে পারলাম। আমি ঐ ব্যাপারে বেশি কথা বলতে চাইনা। আমি দলকে আরও বেশি আনন্দ দিতে চাই ভবিষ্যতে। আমি দ্রুতই মাঠে ফিরতে চাই।”