• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    ইব্রা ছাড়া পারছেই না পিএসজি

    ইব্রা ছাড়া পারছেই না পিএসজি    

    গত কয়েক বছরে প্যারিস সেন্ট জার্মেইয়ের প্রতিশব্দ হয়ে উঠেছিলেন ইব্রাহিমোভিচ। তাঁর জাদুকরি পারফরম্যান্সেই টানা চারবার ফ্রেঞ্চ লিগ ঘরে তুলেছিল পিএসজি। ইব্রার কারণেই লিগে প্রায় ‘অজেয়’ ছিল ক্লাবটি। এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর সময় হয়তো নিজের সাথে পিএসজির ‘সৌভাগ্য’টাও সাথে নিয়ে গেছেন ইব্রা। যেই ক্লাবের সাথে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের যোজন যোজন দূরত্ব থাকতো, সেই পিএসজি এই মৌসুমে একবারও শীর্ষে উঠতে পারেনি!  

     

    মৌসুমের চতুর্থ সপ্তাহে ৭ম স্থানে নেমে গিয়েছিল ক্লাবটি। এরপর তৃতীয় স্থানে উঠে আসে, মাঝে কিছু সময়ের জন্য ২য় স্থানে উঠলেও বেশিক্ষণ সেটা ধরে রাখতে পারেনি। এই মুহূর্তে তারা আছে পয়েন্ট তালিকার তিনে। একে থাকা নিসের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে, ম্যাচও খেলেছে একটি কম। 

     

    তালিকার অবস্থানই পিএসজির দুরবস্থাটা পুরোপুরি বোঝাতে পারবে না। আগের মৌসুমে সেখানে সব মিলিয়ে ২ টি ম্যাচ হেরেছিল এমেরির দল, সেখানে এবার এরই মাঝে হেরে গিয়েছে ৪টি ম্যাচ! শেষ তিনটি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি থিয়াগো সিলভার দল।

     

    পিএসজিতে ১২২ ম্যাচে ইব্রার ১১৩ গোল দলকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, তার বিদায়ের পর দ্রুতই পতনের দিকে ধাবিত হচ্ছে ক্লাব। এখন দেখার বিষয় ‘নতুন ইব্রা’ হিসেবে কেউ দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন কিনা!