• " />

     

    রেকর্ডভাঙা স্কুলছাত্রকে ধরে নিয়ে গেল পুলিশ

    রেকর্ডভাঙা স্কুলছাত্রকে ধরে নিয়ে গেল পুলিশ    

    প্রণব ধানাওয়াদেকে মনে আছে? মুম্বাইয়ের এই কিশোর এই বছর করে ফেলেছিলেন অবিশ্বাস্য এক কীর্তি। এক ইনিংসে ১০০০ রান করে পুরো ক্রিকেটবিশ্বেই ফেলে দিয়েছিলেন তোলপাড়। শচীন টেন্ডুলকারও তখন এই স্কুলবালককে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন। মহেন্দ্র সিং ধোনি তাকে বলেছিলেন স্পেশাল। অথচ সেই ধানাওয়াদেকেই এবার পুলিশি নিগ্রহের স্বীকার হতে হলো। তাও আবার নিজের বাবাসহ।

    মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপের এক ম্যাচে ধানাওয়াদে করে ফেলেছিলেন কীর্তিটা। ক্রিকেট ইতিহাসেই এক ইনিংসে চার অঙ্কের রান করার রেকর্ড তো এই একটাই। কিন্তু ধানাওয়াদে কি ভাবতে পেরেছিলেন, কয়েক মাস পর নিজের দেশের পুলিশের হাতেই এভাবে লাঞ্ছিত হতে হবে?

     

    ঘটনা গত পরশু মুম্বাইয়ের সুভাষ ময়দানের। আরও কয়েকজন বন্ধুকে নিয়ে ওই মাঠে খেলছিলেন ধানাওয়াদে। সেসময় মাঠে ক্রিকেট খেলছিল আরও বেশ কিছু শিশু কিশোর। তখন কয়েকজন পুলিশ এসে তাদের মাঠ থেকে উঠে যেতে বলেন। একজন মন্ত্রীর হেলিকপ্টার নামানোর জন্য মাঠে অস্থায়ী হেলিপ্যাড বসাতে হবে, সেটার জন্যই পুলিশরা এসে মাঠ খালি করতে বলেন। ওই সময় ধানাওয়াদে অনুশীলন শেষ করার জন্য তাদের কাছে কয়েকটা মিনিট সময় চান।

    কিন্তু এই কথা শুনেই চটে যান ওই পুলিশেরা। এর মধ্যে একজন কিশোর মাঠে হেলিকপ্টার নামানোর অনুমতিপত্র আছে কি না সেটা জানতে চান। সেটা শুনে আরও খেপে যায় পুলিশেরা। ধানাওয়াদের ট্যাক্সিচালক বাবা বাবাও সময় ছিলেন সেখানে।তিনি প্রতিবাদ করতে গেলে ছেলেসহ দুজনকেই ধর এনিয়ে যাওয়া হয় কাছের পুলিশ স্টেশনে। সেখানকার অফিসারদের হাতে আরও এক দফা নিগ্রহের স্বীকার হন। এরপর সহকারী পুলিশ অফিসার আসার পরেই মুক্তি মেলে দুজনের।