• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গোলপোস্ট যখন ম্যাচের সেরা খেলোয়াড়!

    গোলপোস্ট যখন ম্যাচের সেরা খেলোয়াড়!    

    ডিফেন্ডার কিংবা গোলকিপার নয়, হাল সিটির ফরোয়ার্ডদের কাছে গত শনিবারের ম্যাচে প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিল গোলপোস্ট। একবার দুইবার না, তিন-তিনবার তাদেরকে গোল বঞ্চিত করেছে পোস্ট। তবে সবচেয়ে মজার ঘটনাটি ঘটেছে ম্যাচের শেষে, ওয়েস্ট হাম ভক্তরা ম্যান অফ দা ম্যাচ ঘোষণা করেছে ঐ পোস্টকেই!

    বেরসিক পোস্ট সেদিন অনেক বেশি হতাশায় ডুবিয়েছে হাল সিটির ফুটবলারদের। মার্ক নোবেলের প্রায় নিশ্চিত আত্মঘাতী গোল হয়নি শুধুমাত্র বল পোস্টে লাগার কারণে। হালের দিউমার্সি বোকানি ও অ্যান্ড্রিউ রবার্টসনের শটও ফিরে এসে পোস্টে লেগেই। হাল সিটির কাছে ব্যাপারটি যতটা না হতাশার, ওয়েস্ট হাম ভক্তদের কাছে কিন্তু ঠিক ততই মজাদার লেগেছে। ম্যাচ শেষে অফিশিয়াল টুইটার পেজের এক জরিপে বিজয়ী হয়ে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছে এই পোস্টটিই! ৪৭০০ জন ভোটারের প্রায় ৫৭% ভোট পেয়ে জয়ী হয়েছে গোলপোস্ট।

     

    হাল সিটি কোচ মাইক ফেলেন কিন্তু ব্যাপারটিতে মজাই পেয়েছেন, “পোস্টের কাজই হচ্ছে গোলের হওয়ার পথে দাঁড়ানো, আজকে কয়েকবার এটাই হয়েছে। হয় আপনাকে এটাতে হাসতে হবে নাহলে খুব খুব হতাশ হয়ে থাকতে হবে।”