শেষ মুহূর্তের গোলে লিভারপুলের ডার্বি-জয়
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। স্টেকেলেনবার্গের ইঞ্জুরি ও খেলোয়াড়দের হাতাহাতির কারণে ৮ মিনিট অতিরিক্ত দিলেন ফোর্থ অফিসিয়াল। ৯৪ মিনিটে স্টারিজের নেওয়া শট ফিরে আসলো বারে লেগে। দৌড়ে গিয়ে সবার আগে ফিরতি বল জালে পাঠালেন সাদিও মানে। যেই কোচ তাকে ইংল্যান্ডে এনেছিলেন, সেই রোনাল্ড কুম্যানের এভারটনকেই ডোবালেন মানে। নিজের প্রথম 'মার্সিসাইড ডার্বি' তে গোল পেলেন এই ফরওয়ার্ড। অন্তিম মুহূর্তে মানের একমাত্র গোলেই এভারটনকে ০-১ গোলে হারালো ক্লপের লিভারপুল।
ব্যবধানটা অবশ্য আরো বড় হতে পারতো। গোলের কিছু পরে সেই মানের পাস থেকেই ফিরমিনোর নেওয়া শট গোললাইন থেকে দুর্দান্তভাবে ফিরিয়ে দেন শেমাস কোলম্যান। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা দেখে বোঝার উপায়ই নেই, ঠিক কতটা ম্যাড়ম্যাড়ে ছিল ম্যাচটি। দ্বিতীয়ার্ধে হেন্ডারসনকে ভয়ঙ্কর ট্যাকেল করেও লাল কার্ড থেকে বেঁচে যান রস বার্কলি। এই ট্যাকেলের পরই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের খেলোয়াড়েরা। প্রথমার্ধে বলার মত সুযোগ তৈরি করতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন এভারটনের বদলির কিপার জোয়েল রবলেস। পুরো ৯০ মিনিটে বলার মত সুযোগ ছিল এই একটিই।
এ নিয়ে এভারটনের বিপক্ষে লিগে ৪ বার ৯০ মিনিটের পর গোল করে জিতলো লিভারপুল; যা অন্য কোনো দলের বিপক্ষে করতে পারেনি 'অল রেড'রা। এই জয়ে একটি রেকর্ডও করে ফেলেছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল ম্যানেজার হিসেবে প্রথম দুই 'মার্সিসাইড ডার্বি' জিতেছেন কেবল ক্লপই। আগস্ট '১৫ পর এবারই প্রথম টানা দুই ম্যাচে ক্লিনশিট রাখলো লিভারপুল।
এই জয়ে সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসলো লিভারপুল। ১৭ ম্যাচ থেকে ক্লপের শিষ্যদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। ৩৩ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নি:শ্বাস ফেলছে টটেনহাম হটস্পার্স। ইব্রায় ভর করে ৬ষ্ঠ স্থানে ৩০ পয়েন্ট নিয়ে খুব একটা পিছিয়ে নেই মরিনহোর ইউনাইটেড।