আল আমিনকে দল থেকে বহিষ্কার!
আফগানিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি, একটা স্বস্তির বাতায়ন ছিল বাংলাদেশ দলে। কিন্তু হঠাৎ করেই সেখানে অস্থিরতার ঝড়, আল আমিন হোসেনকে যে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি! এর মধ্যে আইসিসির কাছে তারা সিদ্ধান্তটি কার্যকর করার অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে।
ঘটনাটি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের আগের দিন। টিম হোটেলে রাত দশটার পর এসেছিলেন আল আমিন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তখনই তাঁর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে টিম ম্যানেজমেন্ট, শুরুতে তাঁকে কোনো ম্যাচ না খেলিয়ে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সিদ্ধান্ত অনুযায়ী এখন তাঁকে দেশে ফেরত পাঠাচ্ছে বিসিবি। এখন অবশ্য জানা যাচ্ছে, বাংলাদেশের এই পেসারের বিরুদ্ধে বাজিকদের সঙ্গে যোগসাজশের অভিযোগ করেছে আকসু। আল আমিনের জায়গা নিতে পারেন আরেক পেসার শফিউল ইসলাম।