• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    স্পষ্ট আধিপত্যে ভারতের জয়....

    স্পষ্ট আধিপত্যে ভারতের জয়....    

    মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ উপস্থিত হয়েছিলেন প্রায় ৮৬০০০ দর্শক, যাদের মধ্যে সিংহভাগই ভারতীয়। বিপুল সংখ্যক এ সমর্থকগোষ্ঠীকে হতাশ তো করেইনি মহেন্দ্র সিং ধোনির দল, বরং প্রত্যাশার চেয়েও অনেক বড় আনন্দে ভাসিয়েছে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত হারানোই তো শুধু নয়, প্রোটিয়াদের বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় লজ্জা উপহার দেওয়া।

     

    ভারতের ১৩০ রানের এ বিশাল জয়টা ভক্ত-সমর্থক বা ক্রিকেট বিশ্লেষকদের তো অবশ্যই, অবাক করেছে খুব সম্ভবত ভারতীয় খেলোয়াড়দেরও। স্পষ্ট ফেবারিট হিসেবে এদিন ম্যাচ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এমসিজির পাটা উইকেটে ভারত ৩০৭ রান তুলে ফেললেও তখনও ভালোভাবেই ম্যাচে ছিল তারা, কদিন আগেই যে এখানে ৩৪০ তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা ম্যাচে ছিল নিজেদের ইনিংসেরও প্রায় অর্ধেক সময় পর্যন্ত। ২৩তম ওভারে ডি ভিলিয়ার্সের রান আউটের মাধ্যমে তাদের গড়বড় করে ফেলার শুরু।

     

     

     


    আরো পড়ুনঃ

    শিখর ধাওয়ান- ১৪৬ বলে ১৩৭

    দুই রানআউটে ম্যাচ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা!


     

    এরপরের গল্পটা শুধু ড্রেসিং রুমে আসা আর যাওয়ার। শেষ ব্যাটসম্যান হিসেবে ইমরান তাহির আউট হওয়ার সময় আরও ওভার দশেকের মত বাকি ছিল তাদের।

     

    বোলিংয়ে নিজেদের শুরুটা একেবারে খারাপ করেনি দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারে সরাসরি থ্রোতে রোহিত শর্মাকে(০) প্যাভিলিয়নে ফেরত পাঠান ডি ভিলিয়ার্স। পাওয়ারপ্লের ১০ ওভারে মাত্র ৩৬ রান দিয়েছিলেন স্টেইন, ফিলান্দাররা। তবে আদতে ঐ ধীর  শুরুটা ছিল কোহলি-ধাওয়ানের বড় সংগ্রহ গড়ার ভিত্তি। এ যুগলের ১২৭ রানের জুটিটা যেখানে শেষ হয়, ঠিক সেখানে ব্যাটনটা অজিঙ্কা রাহানের(৭৯) কাছে হস্তান্তর করে যান বিরাট কোহলি(৪৬)। ধাওয়ান-রাহানের পার্টনারশিপ থেকে আসে ১২৫। যথেষ্ট উইকেট হাতে নিয়ে শেষদিকে প্রত্যাশিত ‘পিঞ্চ হিটিং’টা সম্ভবপর হয়নি প্রোটিয়া বোলাররা নিয়মিত ব্লকহোলে বল ফেলে যাওয়ায়। তবে ৩০৭ রানের সংগ্রহটা যে শেষমেশ যথেষ্টরও বেশি প্রমাণিত হয়েছে, তা তো দেখতেই পাচ্ছেন। ছবি-সৌজন্যঃএএফপি