• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    কোহলিদের পুরস্কারে আদালতের নিষেধাজ্ঞা

    কোহলিদের পুরস্কারে আদালতের নিষেধাজ্ঞা    

    বড় ব্যবধানে সিরিজ জিতলেই পুরস্কার; ভারতীয় ক্রিকেট দলের জন্য এটা একটা অলিখিত রীতি হয়ে গিয়েছিল। বরাবরই জয়ের পুরস্কার হিসেবে দলকে বড় অংকের টাকা দিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জয়ের পরেও সবাই ভেবেছিলেন এরকম কিছুই হতে যাচ্ছে আবারো। কিন্তু এবার সেটা হচ্ছে না, ভারতের সর্বোচ্চ আদালত ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে!

     

    পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেটারদের মোটা অংকের টাকা দেয়ার ব্যাপার মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছিল। তবে বাগড়া বাধিয়েছে সুপ্রিম কোর্ট। লোধা কমিটির সুপারিশে তারা ভারতীয় দলকে পুরস্কার দেওয়ার ব্যাপারটি আপাতত স্থগিত রাখতে বলেছে। বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, “আগামী বছরের ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির আগে এসবের কোনকিছুই হচ্ছে না।”

     

    গতবছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর কোহলিদের ২ কোটি রুপি দিয়েছিল বিসিসিআই। এবারো এরকম কিছুই হতে পারত, তবে আদালতের শুনানির আগ পর্যন্ত কোহলিরা কিছুই পাচ্ছেন না। এখন দেখার বিষয় বিসিসিআই এই ব্যাপারে কোনো আপিল করে কিনা।