• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    আইসিসির বর্ষসেরা উদীয়মান মুস্তাফিজ

    আইসিসির বর্ষসেরা উদীয়মান মুস্তাফিজ    

    ধুমকেতুর মতোই হয়েছিল অভিষেক। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। সেটা অবশ্য গত বছরের জুনে। এরপর টেস্ট অভিষেকও হয়েছে, টি-টোয়েন্টি অভিষেকতার আগেই। স্বপ্নের ওই বছরটার আরেকটি পেয়ে গেছেন মুস্তাফিজুর রহমান, আইসিসির ২০১৬ সালের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচত হয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার পেলেন মুস্তাফিজ। 

     

     

    প্রশ্ন উঠতেই পারে, এই বছরের জন্য মুস্তাফিজকে কেন সেরা নির্বাচিত করা হলো? বলতে গেলে এই বছর দেশের হয়ে তো সেভাবে খেলতেই পারেননি। চোটটা ভোগাচ্ছিল অনেকদিন ধরেই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম কয়েক ম্যাচেই নামতে পারেননি। মার্চে নিউজিল্যান্ডের সঙ্গে ওই টি-টোয়েন্টির পর আর দেশের হয়েই নামেননি। এরপর আইপিএল ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে খেলেছেন, কিন্তু কাঁধের চোট এরপর আবারও ভুগিয়েছে। আফগানিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে সিরিজেও তাই দর্শক হয়ে থাকতে হয়েছে।

    তবে আইসিসি এ বছর নয়, তাদের পুরস্কারের জন্য গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। গত বছর জিম্বাবুয়ের সঙ্গেও টি-টোয়েন্টি, ওয়ানডেতে আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। সেই হিসেবেই মুস্তাফিজ সেরা উদীয়মানের পুরস্কার পেয়েছেন।