৩ উইকেট ও ৪৫ রান নিয়ে বর্ষসেরা একাদশে জাদেজা
বছরটা প্রায় শেষ হতে চলল। ক্রিকেট অনুরাগীরা তাই আশা করছিলেন খুব দ্রুতই প্রকাশিত হবে এই বছরের সেরা ওয়ানডে ও টেস্ট দল। ভক্তদের প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ সকালে ঘোষণা করা হয়েছে দুই ফরম্যাটের সেরা একাদশ। তবে দলের দিকে তাকিয়ে অনেকেই ছোটখাটো একটা ধাক্কাই খেয়েছেন।
ধাক্কা খাওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে টেস্ট দলের দিকে তাকালে তো সবার মনে প্রথমেই একটা খটকা লাগবে,আরে বিরাট কোহলি কোথায়! স্বপ্নের মতো একটা বছর কাটানো কোহলির ঠাঁই হয়নি দলে। অথচ এই বছরে ১২ ম্যাচে ৭৬ গড়ে করেছেন ১২১৫ রান, আছে ৪ টা সেঞ্চুরি ও ৩ টা ডাবল সেঞ্চুরি! তবে কথা হচ্ছে, একাদশ নির্বাচন করা হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। এই সময়ের মাঝে ৮ টেস্টে কোহলি করেছিলেন ৪৫১ রান, ছিল একটি মাত্র ডাবল সেঞ্চুরি। এই কারণেই হয়তো শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি ভারতের অধিনায়কের। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর হয়েও দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন স্টিভেন স্মিথ। এদিকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা হয়েছে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের নাম। তবে ঐ সময়ে ৬ টি টেস্ট জিতলেও তার অধীনে দল হেরেছে ৫টি ম্যাচ।
ওয়ানডে দলেও রয়েছে বড় এক চমক। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কিভাবে সেরা একাদশে জায়গা পেলেন এটা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এই সময়ে খেলেছেন মাত্র ৫ টি ওয়ানডে, উইকেট নিয়েছেন ৩ টি, ব্যাট হাতে করেছেন ৪৫ রান। তাঁর চেয়ে ব্যাটে-বলে অনেকেই আছেন এগিয়ে, অলরাউন্ডারদের ওয়ানডে র্যাঙ্কিংয়েও জাদেজা আছেন আটে। ভারতের ওয়ানডে দলেও ঠিক থিতু হতে পারেননি এখনো।
দুই একাদশেই নেই বাংলাদেশের কোন ক্রিকেটার। অবশ্য ঐ সময়ে খুব একটা ম্যাচ খেলেনি বাংলাদেশ। অন্যদিকে দুই একাদশেই আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক। টেস্ট দলে আছেন ৪ জন ইংলিশ ক্রিকেটার।
সেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, অ্যালিস্টার কুক(অধিনায়ক) কেন উইলিয়ামসন, জো রুট, অ্যাডাম ভোজেস, জনি বেইরস্টো, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, স্টিভ স্মিথ(দ্বাদশ ব্যক্তি)
সেরা ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, রোহিত শর্মা, বিরাট কোহলি(অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মিচেল মার্শ, রবিন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, সুনিল নারাইন, ইমরান তাহির(দ্বাদশ ব্যক্তি)
সেরা উদীয়মান ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান
বর্ষসেরা ক্রিকেটার: রবিচন্দ্রন অশ্বিন
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সঃ কার্লোস ব্রাফেট