বাজিতে হেরে চুলের রঙ বদলালেন হামেলস
গত কাল যারা লিপজিগ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচটি দেখতে বসেছিলেন, তাদের অনেকেরই ম্যাট হামেলসকে দেখে ভিমড়ি খাবার কথা। টানেল দিয়ে মাঠে প্রবেশ করার পর বায়ার্ন ভক্তদের অনেকেই চিনতে পারেননি এই ডিফেন্ডারকে। সৌম্য দর্শন সাবেক এই বরুশিয়া অধিনায়ককে এদিন দেখা গেছে সোনালি চুলে।
বায়ার্নের স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয়েছিল বুন্দেসলিগার দুই শীর্ষ দল। মৌসুমের শুরুটা আশানুরূপ না হলেও কাল ৩-০ গোলে ম্যাচ জিতে লিপজিগের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে ব্যাভারিয়ানরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার নিজেই জানিয়েছেন চুলের নতুন রঙের রহস্য। বিশ্বের সবচেয়ে বড় বিয়ার ও ভ্রমণ উৎসবের আসর বসে মিউনিখে। প্রতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু পর্যন্ত চলা এই উৎসবের নাম অক্টোবরফেস্ট। এবার বায়ার্ন সতীর্থদের সাথে সেখানে ঘুরতে গিয়েছিলেন হামেলস। সেখানে এক সতীর্থের সাথে ‘স্কিটলস’ (একপ্রকার বোর্ড গেম) খেলাতে বাজি ধরে হেরেছেন। তার মুচলেকা দিতেই এই দুর্ভোগ।
"আমি ৩ চেষ্টায় যা স্কোর করেছিলাম, আমার প্রতিপক্ষ ১ বারেই সেটা পেরিয়ে যায়।“- অকপটে হারের কথা স্বীকার করলেও কার সাথে হেরেছেন বলতে রাজি হননি ২৮ বছর বয়সী বায়ার্ন ডিফেন্ডার। তবে হামেলস অবশ্য চুলের নতুন কারুকার্য নিয়ে বেশ সন্তুষ্ট। “বেশ ভয়েই ছিলাম কেমন দেখাবে তা নিয়ে। খুব একটা খারাপ লাগছে না আমার। কয়েক সপ্তাহেই চুলের রঙ আবার আগের মত হয়ে যাবে। তাই এখন আর দুশ্চিন্তা হচ্ছে না”
বায়ার্নের পরের ম্যাচ ২০ জানুয়ারি, ফ্রেইবার্গের সাথে। ততদিনে অবশ্য পুরনো রূপেই ফিরে আসার কথা হামেলসের।