• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    দল থেকে বাদ পড়াটা দরকার ছিল রঙ্কির!

    দল থেকে বাদ পড়াটা দরকার ছিল রঙ্কির!    

    দল থেকে বাদ পড়ার পর একজন ক্রিকেটারের প্রতিক্রিয়া এমন হয়? সবাই কমবেশি দলে আবার ফেরাটাকেই মোক্ষ মানেন? কেউ কেউ আবার ক্ষোভটাও জানিয়ে ফেলেন। কিন্তু নিউজিল্যান্ডের উইকেটকিপার লুক রঙ্কির কথাটা বিস্ময় জাগানিয়াই। দল থেকে বাদ পড়াটা তাঁর দরকার ছিল- জানিয়েছেন রঙ্কি। 


    অনেক দিন ধরেই নিউজিল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত সদস্য। কিন্তু এই বছরটা একদমই ভালো যাচ্ছিল না। শ্রীলঙ্কা, পাকিস্তান , অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে সর্বশেষ নয় ইনিংসে গড় ছিল মাত্র ১৩র একটু বেশি। এরপরেই দল থেকে বাদ পড়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন বিজে ওয়াটলিং। কিন্তু তিনিও খুব একটা ভালো করতে পারেননি। রঙ্কিও ঘরোয়া লিগে দারুণ খেলে নিজের দাবিটা আবার জানিয়ে দিয়ে রেখেছিলেন। বাংলাদেশের সঙ্গে ২৬ ডিসেম্বর বক্সিং ডে ওয়ানডে দিয়েই আবার স্টাম্পের পেছনে ফিরছেন রঙ্কি। 


    তবে ৩৫ বছর বয়সী এই উইকেটকিপার সবাইকে চমকে দিয়ে বলছেন, দল থেকে বাদ পড়াটা তাঁর জন্য শাপেবর হয়েছে, "বাদ পড়ার পর আমি সেটা নিয়ে খুব একটা ভাবিনি। আসলে আমার বাদ পড়াটা দরকারই ছিল। দলে পারফর্ম করাটাই আপনার কাজ, সেটা করতে না পারলে তো দলে থাকার কোনো মানে নেই। ক্রিকেট ১১ জনের খেলা, যে আপনার চেয়ে ভালো খেলবে সে জায়গাই পাবে। পুরো ব্যাপারটা নিয়ে আমার কোনোরকম অস্বস্তিই নেই।"