• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসি থেকে সাংহাইয়ে অস্কার

    চেলসি থেকে সাংহাইয়ে অস্কার    

    চেলসি ছাড়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চীনের ক্লাব সাংহাই এসআইপিজিতে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। চেলসি ও সাংহাই- দুই ক্লাবই নিশ্চিত করেছে সেটি।

    চার বছর আগে পাড়ি জমিয়েছিলেন চেলসিতে। এরপর বড় একটা সময় চেলসির মধ্যমাঠের ভরসা হয়ে ছিলেন। তবে আন্তোনিও কন্তের দায়িত্ব নেওয়ার পর এই মৌসুমে অনিয়মিত হয়ে পড়েছিলেন। খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচে। শেষ পর্যন্ত চীনেই পাড়ি জমাচ্ছেন অস্কার। তবে ২৫ বছর বয়সী মিডফিল্ডারকে ভেড়াতে সাংহাইয়ের কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, অস্কারকে কিনতে ৫ কোটি ২০ লাখ পাউন্ড খরচ করেছে সাংহাই। আর তাঁর বার্ষিক বেতন হওয়ার কথা প্রায় ২ কোটি পাউন্ড। রোনালদো-মেসির বেতন এর চেয়ে খুব বেশি নয়!

     চেলসি থেকে অবশ্য বেশ কিছুটা সুখস্মৃতি নিয়েই যাচ্ছেন অস্কার। এই চার বছর প্রিমিয়ার লিগ, এফএ কাপ ছাড়াও জিতেছেন ইউরোপা লিগও। নতুন ক্লাবেও চেলসির সাবেক একজন কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে পেয়ে যাচ্ছেন গুরু হিসেবে।