বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পাবেন বোল্ট-সাউদি
পুরো বছরটাই দারুণ ব্যস্ততার মাঝে কাটাতে হয় তাদের। উৎসবের সময়েও ছুটি নেওয়ার উপায় নেই। তবে নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং জুটি ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি এবারের বড়দিনের সময়টায় কিছুটা হলেও ছুটির মেজাজে থাকতে পারবেন। দলের কোচ মাইক হেসন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে পালা করে খেলানো হবে তাদের।
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশ সফরের পরেই আসছে দক্ষিণ আফ্রিকা। টানা ক্রিকেটের ধকলে যেন দলের সেরা দুই বোলার ক্লান্ত হয়ে না যান এই কারণেই তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হেসন, “আমরা তাদেরকে বিশ্রাম দিচ্ছি যাতে তারা পুরোদমে টেস্ট ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে পারে।”
ওয়ানডে র্যাংকিংয়ের এক নাম্বার বোলার বোল্ট নেলসনে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে থাকবেন না। খেলবেন না টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও। অন্যদিকে সাউদি পুরো টি-টোয়েন্টি সিরিজেই অনুপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার দলে ফেরার কথা রয়েছে।
অস্ট্রেলিয়া সফরের পর ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছেন বোল্ট, সাউদি। দলে অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্রামেই ছিলেন। পরিবারের সাথে সময় কাটিয়ে ক্রাইস্টচার্চে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। তার বিশ্রাম নেওয়ায় খুশি কোচ হেসন, “তাকে বিশ্রাম দেওয়াটা ভালোই হয়েছে। তিন ফরম্যাটে অধিনায়কত্ব করে খেলে যাওয়াটা কঠিন কাজ। বিশ্রামের সময় আমি তাকে একেবারেই একা ছেড়ে দিয়েছিলাম, আমার ফোন পেলে সে একটু রাগই হতে পারত হয়তো! সে এখন ম্যাচের জন্য একেবারে প্রস্তুত।”
ক্রাইস্টচার্চের হোটেলে বড়দিনের সময়গুলো কাটাবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।আগামী ২৬ ডিসেম্বর এখানেই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।