বাংলাদেশকে হুমকি মানছেন উইলিয়ামসন
অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে আসাটা বড় একটা ধাক্কাই হয়ে এসেছিল। কেন উইলিয়ামসনের দল তো স্মিথদের সামনে দাঁড়াতেই পারেননি। তবে এবার প্রতিপক্ষ বাংলাদেশকে নিজেদের মাটিতে আগে সাতবারই হারিয়েছে কিউইরা। উইলিয়ামসন অবশ্য সতর্ক করে দিচ্ছেন, বাংলাদেশের এই দলটাই তাদের কঠিন পরীক্ষা নিতে পারে। তবে জানিয়ে রেখেছেন, বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক একটা দলই দেখা যাবে।
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের পর দলের বাকিরা যখন সুপার স্ম্যাশে খেলতে চলে গেছেন, উইলিয়ামসন মাউন্ট মঙ্গুনোইর নিজ বাসায় বিশ্রামে ছিলেন। কয়েকটা নেট সেশনে গা গরম করেই কাল নেমে পড়বেন বাংলাদেশের বিপক্ষে। তবে কিউই অধিনায়ক আশাবাদী, সেটা খুব একটা সমস্যা হবে না তাঁর কাছে।
তবে বাংলাদেশকে নিয়ে নিজের উদ্বেগটা ঠিকই অনুচ্চারে জানিয়ে দিলেন। দেশের মাটিতে গত বেশ কিছুদিন ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। উইলিয়ামসনের সেটিও মনে আছে, “তারা খুবই স্থিতিশীল একটা দল। ওয়ানডেতে তারা খুবই অভিজ্ঞ। প্রতি বছরেই তারা কিছু না কিছু উন্নতি করছে। নিজেদের মাটিতে তো তারা খুবই ভালো। ওদের হারাতে সেরা ক্রিকেটই খেলতে হবে আমাদের। ”
বাংলাদেশের সঙ্গে অবশ্য উইলিয়ামসনের রেকর্ডটা অত আহামরি কিছু নয়। ৩ ম্যাচে ব্যাট করে ৩৬.৩৩ গড়ে করেছেন ১০৯ রান। তার চেয়েও অদ্ভুত, এর মধ্যে ১০৮ রানই এসেছে এক ম্যাচ থেকে। বাকি দুই ইনিংসে রান মাত্র ১। গত বছর বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায়ও ১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইলিয়ামসনের গড়ই এর চেয়ে কম।
তবে কিউই অধিনায়কের মূল চিন্তা অস্ট্রেলিয়া-দুঃস্বপ্ন পেছনে ফেলে আসা। নিজেও মানছেন, তাসমান প্রতিবেশীদের সঙ্গে অনেক কিছুই ঠিকমতো হয়নি তাঁর দলের, “আমার মনে হয় অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা যেভাবে হেরে এসেছি, তাতে আমাদের অনেক দিক দিয়েই আরও বেশি ভালো করার সুযোগ ছিল। যখন আপনি চাপে থাকবেন তখন আসলে অনেক কিছই আপনার অন্যরকম মনে হবে। আশা করি ওই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে আমরা সেটা কাজে লাগাতে পারব।”