দলে ফিরলেন মুস্তাফিজ, ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচে প্রথম বল করেছিলেন। তবে মুস্তাফিজুর রহমান পুরোপুরি ফিট হয়েছেন কি না, সেটি নিয়ে সংশয় থেকেই গিয়েছিল। শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন মুস্তাফিজ। প্রায় নয় মাস পর আবারও বাংলাদেশের জার্সি গায়ে খেলতে নামছেন তরুণ পেসার।
বাংলাদেশের বাকি দশজনে অবশ্য তেমন একটা চমক নেই। মাশরাফি আগেই আভাস দিয়েছেন, ব্যাটিং সহায়ক উইকেট হলে বাংলাদেশ একজন পেসার কম নিয়ে নামবে। শেষ পর্যন্ত তাই টিকে গেছেন মোসাদ্দেক হোসেন। নিজেকে হারিয়ে খোঁজা সৌম্য সরকারও সুযোগ পেয়েছেন দলে, তাঁর নামার কথা তিনে। নিউজিল্যান্ড দলে বড় চমক একটাই, ছয় বছর পর দলে ফিরেছেন নিল ব্রুম। টসে জিতে ব্যাট করছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।
বাংলাদেশ দল; তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড দলঃ মার্টিন গাপটিল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, নিল ব্রুম, জিমি নিশম, কলিন মানরো, লুক রঙ্কি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট