উইকেট নিয়েই ফিরলেন মুস্তাফিজ
গত বছর জুনে ধুমকেতুর মতো অভিষেক। প্রথম ম্যাচেই পাঁচ উইকেট, পরের ম্যাচে ছয়টি। মুস্তাফিজুর রহমান যে তাআর হয়ে জ্বলতে এসেছেন, সেই আভাস দিয়েছিলেন তখনই। তবে কাঁধের চোট মুস্তাফিজের পথে কাঁটাই বিছিয়ে রেখেছিল। অবশেষে দলে ফিরে মুস্তাফিজ দেখালেন, খুব একটা আঘাত না পেয়েই সেই পথটা পেরিয়ে আসতে পেরেছেন। নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই যে উইকেট পেয়েছেন।
একটা দিক দিয়ে মুস্তাফিজের ফেরাটা ছিল অভিনবই। ক্যারিয়ারে এর আগে নয়টি ওয়ানডে খেলেছিলেন, কিন্তু সবকটিতেই মুস্তাফিজই করেছিলেন ইনিংসের প্রথম ওভার। তবে এবার অধিনায়ক মাশরাফি নিজেই দায়িত্বটা নিলেন। মুস্তাফিজের প্রথম দুই ওভার উইকেটবিহীনই কেটেছিল। ওদিকে মার্টিন গাপটিলও বিপজ্জনক হয়ে ওঠার আভাস দিচ্ছিলেন। মাশরাফিকে ছয় মেরে বুঝিয়ে দিচ্ছিলেন, দিনটা তাঁরও হতে পারে।
কিন্তু নিজের তৃতীয় ওভারে দারুন একটা স্লোয়ারে গাপটিলকে বকা বানালেন মুস্তাফিজ, মিডল ও লেগ স্টাম্পের মাঝে করা বলটা গাপটিল মাঠের বাইরেই পাঠাতে চেয়েছিলেন। কিন্তু টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন মিড অফে। ক্যাচটা ধরতে ভুল করেননি সৌম্য সরকার। ওয়ানডেতে ক সৌম্য ব মুস্তাফিজ- এর এটি তৃতীয় উদাহরণ। এর আগে আরও দুইবার মুস্তাফিজের বলে ক্যাচ ধরেছিলেন সৌম্য। ৪ ওভারের প্রথম স্পেলে মুস্তাফিজ দেখালেন, চোট মরচে ধরাতে পারেনি তাঁর ব্রহ্মাস্ত্রে।