"বোলিং-ফিল্ডিং ভালো হলে আরও ৪০ রান কমে হতে পারত"
ক্রাইস্টচার্চের উইকেট যে ব্যাটসম্যানদের জন্য দুই হাত বাড়িয়ে দেবে, সেটা মোটামুটি ম্যাচের আগের দিনই বোঝা যাচ্ছিল। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যে সুযোগটা এমনভাবে নেবেন, সেটা বোধ হয় মাশরাফিরাও ভাবেননি। ম্যাচ শেষেও বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বীকার করেছেন, শেষের দিকে ৩০-৪০ রান বেশি হওয়াতেই ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে।
অথচ সেরকম স্কোরটা ৩০০-র মধ্যেই থাকতে পারত। ৩৫ ওভার শেষেও নিউজিল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ১৮৬। কিন্তু শেষ ১৫ ওভারে ল্যাথাম-মানরো মিলে নিয়েছেন ১৫৫ রান। মাশরাফি মানলেন, লাগামটা ওখানেই ছুটে গেছে বাংলাদেশের, “ল্যাথাম নিজের সেরা খেলাটা খেলেছে। আর মানরো আমাদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে গেছে। আমরা ওদের ৩০০-৩১০ রানে আটকে রাখতে পারলে ম্যাচটি অন্যরকম হতে পারত।”
কিন্তু শেষের দিকে বাংলাদেশের বোলারদের এমন খাবি খাওয়ার কারণ কী? মাশরাফির চোখে, শর্ট বলটা ঠিকঠাক করতে পারেননি বলেই সেটার ফায়দা তুলেছেন ল্যাথাম-মানরো, “আমরা একটু বেশিই শর্ট বল করেছি। এই কন্ডিশনে শর্ট বল অবশ্যই করতে হবে। তবে সেটা হতে হবে কার্যকরী। নিউজিল্যান্ডের বোলাররা যেমন করেছে। ওদের শর্ট বল গুলো এসেছে আমাদের মাথা বরাবর। আমাদের শর্ট বল ছিল ওদের বুক উচ্চতায়, যেটা ওরা অনায়াসেই খেলতে পেরেছে। দ্রুত এটার সঙ্গে মানিয়ে নিতে হবে।”
সেই সঙ্গে ফিল্ডিংয়ের দুর্বলতার কথাও বললেন মাশরাফি, “আমরা ফিল্ডিংয়ে অনেক বেশি ভুল করেছি। অনেক দুই-তিন নিয়েছে, যেগুলো হয়তো এক রান হতো। ২০ রানের মত ওখানেই বেশি হয়েছে। বোলিং-ফিল্ডিং ভালো হলে আমরা ৪০ রান কম দিতে পারতাম।”