বাদ পড়ছেন সৌম্য?
সাম্প্রতিক ফর্ম তাঁর পক্ষে কথা বলছে না। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানখরা শুরু, এই মাসে শেষ হওয়া বিপিএলেও কপাল ফেরেনি সৌম্য সরকারের। নিউজিল্যান্ডে গিয়েও প্রথম ওয়ানডেতেও ৮ বলে করেছেন ১ রান। অনেকদিন হলোই গুঞ্জনটা তীব্র হচ্ছিল, দলে হয়তো আর খুব বেশিদিন সুযোগ পাবেন না। এবার দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে জানালেন, রানে না ফিরলে জায়গা হারাতে পারেন সৌম্য।
আগামীকাল নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে স্বভাবতই সৌম্যর ফর্ম নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল কোচকে। হাথুরুসিংহের জবাবটা ছিল সোজাসাপটা, “সে সময় নিচ্ছে। যদি সে রানে না ফেরে, তাহলে আমাদের বিকল্প কাউকে খুঁজতে হবে।”
ধারণা করা হচ্ছে নেলসনে ধীরগতির উইকেটের সুবিধা নিতে সৌম্যর পরিবর্তে ঢুকতে পারেন মেহেদি হাসান মিরাজ অথবা তানবির হায়দার। এদিকে আজ সকালেই জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে বাকি দুটি ওয়ানডে খেলতে পারবেন না উইকেটকিপার মুশফিকুর রহিম। তাঁর বদলে খেলবেন নুরুল হাসান সোহান।