অভিষেক হচ্ছে সোহান, শুভাশীষ ও তানভীরের
আগের ম্যাচেই টসে জিতে ব্যাট করেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এবারও ব্যাট করছে নিউজিল্যান্ড, কিন্তু এবার টসে হেরে।বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে অভিষেক নিশ্চিত হয়ে গেছে তিন জনের।
নুরুল হাসান সোহানের অভিষেকটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। চোটের জন্য নেই মুশফিকুর রহিম, উইকেটের পেছনে তাঁর বিকল্প ছিলেন সোহান। তবে চমক হয়ে এসেছে শুভাশীষ রায় ও তানভির হায়দারের অভিষেক। আগের ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেব মুস্তাফিজুর রহমান, তবে এই ম্যাচে আবার বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশের এই তরুণ পেসারকে। শুভাশীষের তাই সুযোগ মিলে যাচ্ছে প্রথম দেশের জার্সি গায়ে চড়ানোর। সৌম্য সরকারকে বাদ দেওয়ার একটা আভাস কোচ হাথুরুসিংহে আগেই দিয়েছিলেন। তাঁর জায়গায় দলে এসেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার তানভীর। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করে প্রথম নজরে এসেছিলেন এই অলরাউন্ডার।
এর আগে নভেম্বর ৩০, ২০১২ সালে একসাথে চারজনের ডেব্যু হয়েছিল। সেবার প্রথম ম্যাচ খেলেছিলেন আবুল হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সোহাগ গাজীর। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডেতে একই ম্যাচে অন্তত তিনজনের অভিষেক আর হয়নি।