• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    মাশরাফির প্রথম ওভারে উইকেট মানেই বাংলাদেশের জয়!

    মাশরাফির প্রথম ওভারে উইকেট মানেই বাংলাদেশের জয়!    

    উইকেটটা পেয়ে যেতে পারতেন তৃতীয় বলেই। ভেতরের দিকে ঢোকা বলটা মার্টিন গাপটিলের প্যাডে লাগার পর পরেই তারস্বরে আবেদন করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু আম্পায়ার পল রাইফেল ওই আবেদনে সাড়া দেননি। রিভিউ নেওয়ার পর দেখা যায়, বলটা অফ স্টাম্পের ঠিক বাইরে আঘাত হেনেছে। একটুর জন্য বেঁচে গেছেন গাপটিল। কিন্তু পরের বলে আর বাঁচতে পারেননি। এবার প্যাডে লাগার পর পরেই মাশরাফির আবেদনে আঙুল তুলে দেন রাইফেল। ক্যারিয়ারে ১১তম বারের মতো ইনিংসের প্রথম ওভারে উইকেট পেয়েছেন মাশরাফি। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১০ বারই।

     
    এর মধ্যে প্রথম দুইটি ম্যাচ বাংলাদেশের ইতিহাসেই আলাদা জায়গা করে আছে। ১২ বছর আগে বীরেন্দর শেবাগের ওই বোল্ড হয়তো কখনোই ভুলবেন না মাশরাফি। ব্যাটে-বলে মাশরাফির ম্যাচে শেষ পর্যন্ত ওই ম্যাচটা জিতেছিল বাংলাদেশ, ভারতের সঙ্গে ওটাই ছিল বাংলাদেশের প্রথম জয়। 


    এরপরের প্রথম ওভারের সুখস্মৃতিটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসেরই সবচেয়ে অবিস্মরণীয় ম্যাচগুলোর একটি। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই জয়ে অবদান তো মাশরাফিরও ছিল। নিজের ও ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্টকে। ম্যাচে ওটাই ছিল তাঁর একমাত্র উইকেট, তবে অস্ট্রেলিয়ার প্রথম ধাক্কা ছিল সেটাই। 


    এরপর আরও নয়বার ইনিংসের প্রথম ওভারে উইকেট পেয়েছেন। সেখানে অবশ্য একটা নাম "কমন" পড়ে যাচ্ছে। উপুল থারাঙ্গাকে ওয়ানডেতে তিনবার আউট করেছেন মাশরাফি, দুবারই ম্যাচের প্রথম ওভারে। এর মধ্যে ২০০৬ সালে প্রথমবার বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল ৭৮ রানে। তবে তিন বছর পর ঢাকায় আবার থারাঙ্গাকে শুন্য রানে ফিরিয়ে দেন মাশরাফি। সেবার শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। 


    তাছাড়া মাশরাফির প্রথম ওভারের হাসি মানেই বাংলাদেশের জয়। সেটা কেনিয়ার কেনেডি ওটিয়েনো বা মরিস অউমা, বারমুডার স্টিভেন আউটব্রিজ বা স্কটল্যান্ডের নিক পুনিয়া বা ডগ ব্রাউন হোক। এর মধ্যে স্কটল্যান্ডের ঘটনা আবার একটু অন্যরকম, সেবার মাশরাফি প্রথমবারের মতো দুই উইকেট পেয়েছিলেন প্রথম ওভারেই। তা ছাড়া মাশরাফির প্রথম ওভারের বিষের শিকার বেশি হয়েছেন জিম্বাবুয়েই। হ্যামিল্টন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দাকে যে দুবার প্রথম ওভারে ফিরিয়ে দিয়েছেন, দুবারই জিতেছে বাংলাদেশ। গত বছরও আফগানিস্তানের জাভেদ আহমাদিকে ফিরিয়ে দিয়েছেন প্রথম ওভারেই। এবার সেই তালিকায় যোগ হলেন গাপটিল।


    আজও কি সেরকম একটা দিন অপেক্ষা করছে বাংলাদেশের জন্য?